Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

প্রকাশিত: ১৫:৪৫, ২২ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:৪৬, ২২ অক্টোবর ২০২১

৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: সাধারণ জ্ঞান

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আগামী ২৯ অক্টোবর (শুক্রবার) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ‘৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘সাধারণ জ্ঞান’ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১। বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?

ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

সঠিক উত্তর: খ) ৩টি

২। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) জয়নুল আবেদিন খ) হাশেম খান গ) হামিদুর রহমান ঘ) কামরুল হাসান

সঠিক উত্তর: ঘ) কামরুল হাসান

৩। CIA কী?

ক) Central Investigation Agency খ) Central Intelligence Agency

গ) Central Investment Agency ঘ) Central Interview Agency

সঠিক উত্তর: খ) Central Intelligence Agency

৪। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

ক) ৯টি খ) ১০টি গ) ১১টি ঘ) ১২টি

সঠিক উত্তর: গ) ১১টি

৫। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়?

ক) চার্লজ ব্যাবেজ খ) স্টিফেন হকিন্স গ) ডর ফেন্ট ঘ) জন বেয়ার্ড

সঠিক উত্তর: ক) চার্লজ ব্যাবেজ

৬। বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে হয়?

ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে

সঠিক উত্তর: গ) ১৯৭৪ সালে

৭। ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?

ক) ডলার খ) পাউন্ড গ) ক্রেডিট কার্ড ঘ) বিট কয়েন

সঠিক উত্তর: ঘ) বিট কয়েন

৮। আন্তর্জাতিক নারী দিবস কবে?

ক) ৮ মার্চ খ) ৮ এপ্রিল গ) ৮ মে ঘ) ৮ জুন

সঠিক উত্তর: ক) ৮ মার্চ

৯। অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি রং ব্যবহার করা হয়?

ক) ৪ টি খ) ৫ টি গ) ৬ টি ঘ) ৭ টি

সঠিক উত্তর: খ) ৫ টি

১০। ১৯৭২ সালে প্রণীত সংবিধানে বাংলাদেশে কোন পদ্ধতিতে সরকার প্রবর্তন করা হয়?

ক) একনায়কতান্ত্রিক খ) যুক্তরাষ্ট্রীয় গ) রাষ্ট্রপতি শাসিত ঘ) সংসদীয়

সঠিক উত্তর: ঘ) সংসদীয়

১১। বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

সঠিক উত্তর: ক) ২টি

১২। মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি ?

ক) গর্জন খ) মেহগনি গ) শাল ঘ) সেগুন

সঠিক উত্তর: গ) শাল

১৩। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল?

ক) ১৯৭১-১৯৭৬ খ) ১৯৭২-১৯৭৭

গ) ১৯৭৩-১৯৭৮ ঘ) ১৯৭৪-১৯৭৯

সঠিক উত্তর: গ) ১৯৭৩-১৯৭৮

১৪। বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কত সালে হয়েছিল?

ক) ১৭৭০ সালে খ) ১৭৭৬ সালে গ) ১৮৭০ সালে ঘ) ১৮৭৬ সালে

সঠিক উত্তর: ক) ১৭৭০ সালে

১৫। মধ্যপ্রাচ্যের কোন দেশে সংসদ নেই?

ক) আবুধাবি খ) সৌদি আরব গ) কুয়েত ঘ) কাতার

সঠিক উত্তর: খ) সৌদি আরব

১৬। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে?

ক) জ্যানেট ইয়েলিন খ) কমলা হ্যারিস গ) হিলারি ক্লিনটন ঘ) ফাতৌ বেনসুদা

সঠিক উত্তর: খ) কমলা হ্যারিস

১৭। কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?

ক) ব্রহ্মপুত্র খ) পদ্মা গ) মেঘনা ঘ) বুড়িগঙ্গা

সঠিক উত্তর: গ) মেঘনা

১৮। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?

ক) ৯টি খ) ১০টি গ) ১২টি ঘ) ১৫টি

সঠিক উত্তর: ক) ৯টি

১৯। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে?

ক) ইউলিয়াম বেনটিং খ) লর্ড ক্লাইভ গ) লর্ড ডালহৌসি ঘ) লর্ড কর্নওয়ালিস

সঠিক উত্তর: ঘ) লর্ড কর্নওয়ালিস

২০। জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?

ক) ৫ ডিসেম্বর ২০০৮ সালে খ) ৫ ডিসেম্বর ২০০৯ সালে

গ) ১০ জানুয়ারি ২০১০ সালে ঘ) ২১ ফেব্রুয়ারি ২০১০ সালে

সঠিক উত্তর: ক) ৫ ডিসেম্বর ২০০৮ সালে

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়