Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৬, ২০ জুলাই ২০২৩

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশ জারি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশ জারি করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) জারি করা আদেশে সাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমান খান। 

আদেশে বলা হয়, এ মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক/দাখিল, উচ্চ মাধ্যমিক/ আলিম এবং কারিগরি/সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বঘোষিত ২০ জুলাই থেকে ২রা আগস্ট পযন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো। ২০ জুলাই হিজরি নববর্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২৩ জুলাই রোববার থেকে যথারীতি শ্রেণিকক্ষে পাঠদান চালু হবে। বাতিলকৃত ছুটি আগামী শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। 

বুধবার রাতে জারি করা আদেশে আরো বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়নসহ অন্যান্য শ্রেণির পাঠদান ও পরীক্ষা কার্যক্রম সমাপ্ত করতে বলা হয়েছে। 

যদিও বুধবার রাত আটটার দিকে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের  একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন যেহেতু আজ অফিস বন্ধ হয়ে গেছে তাই আজ আর আদেশ জারি সম্ভব নয়। আগামীকাল বৃহস্পতিবার হবে। দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে জাননো হয়েছিলো যে, যেহেতু পূর্ব নির্ধারিত ছুটি তাই অনেকে শহর ছেড়েছেন কেউবা ছাড়বেন। তাই আদেশ জারি না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না।

এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকায় বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাশেষে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগেভাগে শিক্ষাবর্ষের কাজ শেষ করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হবে। তাই গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। শীতের ছুটির সঙ্গে তা সমন্বয় করা হবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই (বৃহস্পতিবার) হিজরি নববর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বহাল থাকবে। আগামী ২৩ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়