Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১১:০২, ১৩ আগস্ট ২০২৩

ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ 

আজকের আলোচনার প্রসঙ্গে রয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ নিয়ে। যে সকল শিক্ষার্থীরা এই কলেজ সম্পর্কে জানতে ইচ্ছুক বা জানার আগ্রহ রয়েছে তারা আমাদের আর্টিকেলটি পূরণ এবং এই কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যসহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো।

বর্তমানে শুরু হয়ে গেছে একাদশ শ্রেণী ভর্তি। বাংলাদেশের প্রায় কয়েক হাজার কলেজ রয়েছে যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পায়। তবে উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য শীর্ষ ১০ কলেজ গুলোর মধ্যে অবস্থান করছে ভিকারুন্নেসা নুন কলেজটি। বিশেষ করে মেয়েদের জন্য একাদশ শ্রেণীর সবচেয়ে ভালো কলেজ গুলোর মধ্যে একটি হচ্ছে।

আজকে আমরা এই কলেজ সম্পর্কে জানব‌। এই কলেজের ইতিহাস, আসন সংখ্যা, ভর্তি পদ্ধতি ইত্যাদি। কথা না বাড়িয়ে এখন আমরা নিচে থেকে আলোচনার মূল প্রসঙ্গে চলে যাই। আর হ্যাঁ আজকে বেশিরভাগ আলোচনা করা হবে উচ্চমাধ্যমিক শাখা নিয়ে।

ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ 

ইতিহাস 

প্রথমে আমরা জানবো এই স্কুলের নামকরণের জন্মসূত্র কি ছিল। ১৯৪৫ সালে ফিরোজ খান নুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল। আর তিনি ইসলাম গ্রহণ করে। পূর্বে তার নাম ভিক্টোরিয়া ছিল এবং ইসলাম গ্রহণের পূর্বে তার নাম হয় ভিকারুন্নেসা নুন। এই বিবাহের পর তারা ১৯৫১ সালে শুধুমাত্র মেয়েদের শিক্ষার জন্য এই স্কুলটি প্রতিষ্ঠা করে। তাদের পারিবারিক তহবিল থেকে এই শিক্ষা ব্যবস্থার কার্যক্রম ও পরিচালনা করা হতো। এমনকি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গমনের জন্য বৃত্তি সহায়তা করে থাকতো।

কলেজটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে। বর্তমানে এর চেয়ারম্যান হচ্ছে মোঃ সাবিরুল ইসলাম। আর অধ্যক্ষ হয়েছেন কেকা রায় চৌধুরী। প্রকাশনা হচ্ছে নূন প্রবাহ।

পড়াশোনা কার্যক্রম 

ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে। তবে এখানে শুধুমাত্র মেয়েদের লেখাপড়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি একটি বালিকা স্কুল এবং উচ্চ বিদ্যালয়। তবে উচ্চ বিদ্যালয় ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের কে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে প্রায় ১২০০০।

ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩ 

সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায় কলেজে একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে। এখানে ভর্তির জন্য অনেক শিক্ষার্থীরা ওদের আগ্রহ ধরে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে থাকে। কারণ এখানে শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করার সুযোগ পায়। আর এটি সেরা একাদশ শ্রেণির তালিকা অবস্থান করছে। এখন আমরা দেখি নাই এই কলেজে ভর্তি হতে হলে কত পয়েন্ট এবং কত সিট রয়েছে।

আসন সংখ্যা 

এই কলেজের আসন সংখ্যা ডিপার্টমেন্ট অনুসারে ভিন্ন ভিন্ন। আমরা নিচে থেকে এই কলেজের ডিপার্টমেন্ট অনুসারে আসন সরকার গুলো সুন্দরভাবে দেখে বুঝে নিবো।

  • বিজ্ঞান বিভাগ ১৭০০ আসন সংখ্যা
  • বিজ্ঞান বিভাগ ইংলিশ ভার্সন ৩১৯ আসন সংখ্যা
  • ব্যবসায় বিভাগ ৩০০ আসন সংখ্যা
  • মানবিক বিভাগ ২৫০ আসন সংখ্যা

ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ ভর্তি হতে কত পয়েন্ট লাগে? 

একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বেশি জানতে ইচ্ছুক হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কোন ডিপার্টমেন্টে কত পয়েন্ট লাগে এই কলেজে। কারণ একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুসারে শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং উক্ত কলেজের নির্দিষ্ট পয়েন্টের যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাহলে আসুন দেখে নেই কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে।

বিজ্ঞান বিভাগ এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই জিপিএ ৫ পেতে হবে।
মানবিক বিভাগ মানবিক বিভাগে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএস ৪ পয়েন্ট হতে হবে।
ব্যবসায় বিভাগ এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের কে ন্যূনতম পয়েন্ট ৪.৫০ হতে হবে।

সকল শিক্ষার্থীরা উপরের পয়েন্ট থেকে কম পাবে তারা এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কেবল এই পয়েন্টধারী এখানে আবেদনকরার সুযোগ পাবে এবং ভর্তি হতে পারবে।

ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ ছাড়া আরো অন্যান্য কলেজের ভর্তি যোগ্যতা এবং ভর্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে আমাদের শিক্ষা ও ক্যাম্পাস দেখুন।

কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগে | কোন কলেজ কোন থানায় অবস্থিত

তিন বোর্ডের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

তিন বোর্ডের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়