Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৭, ৯ অক্টোবর ২০২৩

আগামী ১০ অক্টোবর

শাবিতে ‘ইউনিটি বাংলাদেশ’র মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনিটি বাংলাদেশ’ এর উদ্যোগে ‘ফ্রম স্ট্রেস টু স্ট্রেংথ: অ্যা ওয়ার্কশপ অন মেন্টাল হেলথ ওয়েলবিয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর।

আজ সোমবার (৯ অক্টোবর) বিকালে এ বিষয়টি জানিয়েছেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান হিমেল।

তিনি বলেন, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য বিষয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছেন শিক্ষার্থীরা। প্রতিদিনই পত্রিকার পাতায় কিংবা ফেইসবুকে আমরা আত্মহত্যার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে থাকি, যার মাত্রা অন্য যেকোনো সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে বেড়েছে কয়েক গুণ। তাই শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্যের যত্ন ও সমস্যা সমাধান সম্পর্কিত দিক নির্দেশনা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১০ই অক্টোবর বিকাল ৫টায় ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে ইউনিটি বাংলাদেশ’র উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘ফ্রম স্ট্রেস টু স্ট্রেংথ: অ্যা ওয়ার্কশপ অন মেন্টাল হেলথ ওয়েলবিয়িং' শীর্ষক একটি কর্মশালার আয়োজন করবে।

কর্মশালায় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলামের সভাপতিত্বে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার উপর কথা বলবেন শাবিপ্রবির কাউন্সেলর (সাইকোলজিস্ট) মোছা. ফজিলাতুন নেছা  এবং এম এ জি উসমানী মেডিকেল কলেজের ডা. মো. আজিজুল হাকিম, এমবিবিএস (সিএমসি)। 

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার এবং সিলেটের শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. কে. নিজাম জাহিদ।  

কর্মশালাটির স্পন্সর হিসেবে শাহজালাল মানসিক স্বাস্থ্য ও গবেষণা কেন্দ্র এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ব্লাড ডোনার কমিউনিটি সিলেট। এছাড়া নলেজ পার্টনার হিসেবে ইন্সটিটিউট অব ডেভেলপম্যান্ট অ্যাফেয়ার্স রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়