Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১১:১৪, ১৩ জানুয়ারি ২০২৪

ঢাকা সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি

ইতিমধ্যে ঢাকা সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে ঢাকা ৭ কলেজের ভর্তি যোগ্যতা সহ আরো গুরুত্বপূর্ণ সকল বিষয়গুলো।

গত নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা স্নাতক ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতেছে এরপর। তবে বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তবে ওই সকল প্রতিষ্ঠানে আসন সংখ্যা এবং ডিপার্টমেন্ট সীমিত থাকার কারণে সবাই ভর্তি হতে পারেনা। যারা এখানে ভর্তি হতে পারেনা তাদের মধ্যে অনেকেই দ্বিতীয় ইচ্ছে পোষণ করে থাকে ঢাকা সাত কলেজে ভর্তি হওয়ার জন্য। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জন্য প্রয়োজন হয় নির্দিষ্ট কিছু আবেদনের যোগ্যতা এমনকি ভর্তি পরীক্ষা। যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই কেবল এখানে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সুযোগ পান। তাই প্রচুর আগ্রহ থাকে ঢাকার সাত কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের।

ঢাকা সাত কলেজের ভর্তি যোগ্যতা

এখানে ঢাকা ৭ কলেজ বলতে বুঝানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সাতটি কলেজ সম্পর্কে। ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা নিয়ন্ত্রিত হওয়া এ সকল কলেজগুলোতে তুলনামূলকভাবে ভালো ফলাফল করে থাকে শিক্ষার্থীরা এখানে মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আসুন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো জেনে নেই।

  • ঢাকা কলেজ
  • ইডেন মহিলা কলেজ
  • সরকারি কবি নজরুল কলেজ
  • মিরপুর বাঙলা কলেজ
  • সরকারি তিতুমীর কলেজ
  • শহীদ সোহরাওয়ার্দী কলেজ
  • বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ

আপনারা সাত কলেজের নামের তালিকা দেখলেন। এই কলেজ গুলোর ভর্তি যোগ্যতা সম্পর্কে জানব। এখানে ডিপার্টমেন্ট অনুসারে ভর্তি যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার জন্য এক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আবার মানবিক বিভাগকে ভর্তি হওয়ার জন্য আরেক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞান বিভাগ: এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় মিলে নূন্যতম ৭ পয়েন্ট পেতে হবে। অবশ্যই চতুর্থ বিষয়সহ।

বাণিজ্যিক বিভাগ: আবার এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম ৬.৫০ পয়েন্ট পেতে হবে। এর থেকে কম পয়েন্ট হলে এখানে আবেদন করার যোগ্যতা থাকবে না।

মানবিক বিভাগ: মাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষা মিলে ৬ পয়েন্ট হলেই প্রার্থীরা আবেদন করতে পারবে।

ঢাকা সাত ছিল ঢাকা সাত কলেজের ভর্তি তথ্য এবং অন্যান্য বিষয়। যারা এখানে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করার পূর্বে এ বিষয়গুলো দেখে নেবেন। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের মে মাস থেকেও অনুষ্ঠিত হবে এখানে ভর্তি পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম। অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে ১০ মে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে ২১ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়