Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৯, ১৭ মার্চ ২০২৪
আপডেট: ১৫:০৩, ১৭ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।  

এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন।

পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এর গ্রাউন্ডে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।  সেমিনারে বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞান বভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও বাংলাদেশে উচ্চশিক্ষার বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।  

সেমিনার ও আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির সভাপতি ও সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,  “একটি জাতির উন্নতি করতে চাইলে সর্বপ্রথম শিক্ষার গুরুত্ব দিতে হবে। শিক্ষাব্যবস্থার উন্নতি করতে বঙ্গবন্ধু সর্বদা যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতেন। আধুনিক শিক্ষা নিশ্চিতে তিনি শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধির কথা বলতেন। আমাদের উচিত বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও চিন্তা ধারা অনুযায়ী কাজ করা। শিক্ষা ব্যবস্থার উন্নতি হলে দেশকে কেউ পিছিয়ে রাখতে পারবেনা”

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন।

সেমিনার ও আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান প্রক্টর, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক সমিতির সদস্য, অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, শাবি ছাত্রলীগ, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়