সাগর শুভ্র, শাবিপ্রবি
আপডেট: ২২:৩৫, ৩ মে ২০২৫
মুক্ত গণমাধ্যম দিবস; সাংবাদিকতার স্বাধীনতা ও সংকটের চিত্র

ফাইল ফটো।
মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি। এটি তথ্য পরিবেশনের পাশাপাশি সত্য প্রকাশ ও গণচেতনাকে জাগ্রত করার অন্যতম হাতিয়ার। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে গণমাধ্যম নানা সংকটে জর্জরিত। শাসক শ্রেণির প্রভাব, ডিজিটাল নিরাপত্তা আইন, এবং ক্যাম্পাস সাংবাদিকদের প্রতি অবহেলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। তবুও, তরুণ সাংবাদিকদের উদ্যম ও বিকল্প মিডিয়ার উত্থান নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতা সাহসী ও জনমুখী হয়ে উঠছে।
আজ ‘মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৪জন সাংবাদিক সাংবাদিকতা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের শাবি প্রতিনিধি ও শাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুর আলম বলেন, "একটি সমাজের ভবিষ্যৎ নির্মাণে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এটি তথ্য পরিবেশনের পাশাপাশি গণচেতনাকে জাগ্রত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার প্রধান হাতিয়ার। কিন্তু যখন গণমাধ্যম জনমানবের বাস্তবতা তুলে ধরার পরিবর্তে কেবল শাসক শ্রেণির এজেন্ডা বাস্তবায়নে উঠে পড়ে, তখন সেটি যেন শাসকের মুখপাত্রের ভূমিকাই পালন করে। এই অবস্থা একটি জাতির জন্য অশনিসঙ্কেত। কারণ যেখানে সত্য চাপা পড়ে, সেখানে সংকট অনিবার্য।"
তিনি আরো বলেন, "সাংবাদিকরা হল সমাজের চোখ, তারা যা দেখায়, মানুষ তাই দেখে। তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমাধ্যমের মুক্ত, নিরপেক্ষ এবং দায়িত্বশীল পরিবেশ গড়ে উঠে।"
দৈনিক আজকের পত্রিকার শাবিপ্রবি প্রতিনিধি তানভীর হাসান বলেন, আজ মুক্ত গণমাধ্যম দিবস কিন্তু আমরা ক্যাম্পাস সাংবাদিকরা আদৌও কি মুক্ত? নাকি বদ্ধ? প্রশ্ন থেকেই যায়। বড় বড় মিডিয়া হাউজ গুলো ভিডিও নিউজ, প্রিন্ট নিউজ, ওয়েবসাইট নিউজ ক্যাম্পাস সাংবাদিকদের কাছে নিয়ে থাকে। আবার অফিসের কাজে বিভিন্ন সময়ে বিজ্ঞাপনও যোগার করে দিতে চাপ দেয়া হয়। কিন্তু পত্রিকা অফিসগুলো ক্যাম্পাস সাংবাদিকদের মূল্যায়ন করে কতটা তা দেখার বিষয়। সৎ থেকে সাংবাদিকতা করে কষ্ট করে সংবাদ পাঠানোর পর মাস শেষ খুব সামান্য বেতন দেয়া হয়। এক্ষেত্রেও অধিকাংশ মিডিয়া হাউজ সেই সম্মানি টুকুও দেননা। মুক্ত গণমাধ্যম দিবসে এটাই চাওয়া ক্যাম্পাস সাংবাদিকতা হোক মুক্ত। বিনা সম্মানিতে কাজ করানোর এই সংস্কৃতি বিলুপ্ত হোক।
দৈনিক মানবজমিনের শাবি প্রতিনিধি ও শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তারা সৃজনশীল চিন্তা দিয়ে মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও সংকটকে জনসমক্ষে আনেন—জনগণের কল্যাণে, দেশের কল্যাণে। সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কারণ এটি জনমত গঠন করে, যা গণতন্ত্রের ভিত্তি। অথচ স্বাধীনতার ৫০ বছর পার হলেও সাংবাদিকতা এখনো পুরোপুরি স্বাধীন নয়। রাজনৈতিক প্রভাব এখনো এই পেশার বড় বাধা। সরকার বদলায়, কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রবণতা বদলায় না।
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমার প্রত্যাশা একটাই - সাংবাদিকতা হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, সাংবাদিকতা হোক সত্য ও স্বাধীনতার পক্ষে, সাংবাদিকতা হোক জনগণের কণ্ঠস্বর।
দৈনিক যুগান্তরের শাবিপ্রবি প্রতিনিধি ও শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কেবল একটি প্রতীকী উপলক্ষ নয়, বরং এটি সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার সাহসিকতার স্মারক। আজ যখন বিশ্বজুড়ে সাংবাদিকরা নানা বাধা, সেন্সরশিপ ও সহিংসতার শিকার, তখন গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। এসব প্রতিবন্ধকতা প্রতিনিয়ত স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করছে। বাংলাদেশও এই বৈশ্বিক সংকটের বাইরে নয়।
বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর ধারায় বাকস্বাধীনতা ও মুক্ত তথ্যপ্রবাহের কথা বলা হলেও মাঠপর্যায়ে সাংবাদিকদের অবস্থা ভিন্ন। সাংবাদিকদের বিভিন্ন সময়ে হয়রানি, হুমকি, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও রাজনৈতিক চাপের মধ্যে সাংবাদিকতা আজ এক দুঃসাহসিক পেশা হিসেবে গণ্য হয়েছে। ক্যাম্পাস সাংবাদিকদের অবস্থা আরও সংকটাপন্ন। তথ্য সংগ্রহে বাধা, প্রশাসনের বিধিনিষেধ, ছাত্ররাজনীতির চাপ, হুমকি তাদের প্রতিদিনের বাস্তবতা।
তিনি আরো বলেন, তবুও আমরা আশাবাদী, নতুন প্রযুক্তি, বিকল্প মিডিয়া এবং তরুণদের উদ্যম গণমাধ্যমে নতুন ধারার সূচনা করেছে। অনুসন্ধানী সাংবাদিকতা আজ আগের চেয়ে আরও সাহসী, আরও জনমুখী। তবে আমাদের প্রত্যাশা, গণমাধ্যমকে হতে হবে মুক্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল। সাংবাদিকতার স্বাধীনতাই গণতন্ত্রের মূল স্তম্ভ। আর সেই স্তম্ভকে শক্ত রাখতে আমাদের সংগ্রাম থেমে যাবে না।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া