ডেস্ক নিউজ
সুশান্তকে খুন করেছে দাউদ ইব্রাহিম!

ফাইল ছবি
সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আসছে। সময় যতো যাচ্ছে, তার মৃত্যুর হিসাব নিকাশ যেন ততোই জটিল হচ্ছে। ভারতের একটি বহিঃগোয়েন্দা সংস্থা’র সাবেক অফিসার এন কে সুদ দাবি করেছেন, আত্মহত্যা নয়, নিখুঁত পরিকল্পনা করে খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে।
এ নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেছেন কে এন সুদ। সেখানে তিনি বলেছেন, সুশান্ত সিং রাজপুতকে খুন করেছে দাউদ ইব্রাহিম এবং তার গ্যাং। ওই ভিডিওতে এই দাবীর পেছনের কারণগুলোও ব্যাখ্যা করেছেন তিনি।
ভিডিওতে কে এন সুদ বলেন, দাউদ ইব্রাহিমের গ্যাং অনেকদিন ধরেই সুশান্তকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ কারণেই সুশান্ত মানসিক সমস্যায় ভুগছিলেন। সুশান্তের কাছের অনেকেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
তিনি মনে করিয়ে দেন যে সুশান্তের মৃত্যুর আগের দিন তার বাড়ির সব সিসি ক্যামেরা বন্ধ হয়ে যায়। এতে বোঝা যায় যে এটা একটি পরিকল্পিত খুন। শুধু তাই নয়, মৃত্যুর হুমকি এড়ানোর জন্য সুশান্ত ৫০ বারের মতো সিম বদলেছেন। মৃত্যুর ভয়ে গাড়িতেও ঘুমাতেন তিনি।
শুধু তাই নয়, এন কে সুদ ওই ভিডিওতে আরো দাবি করেন সুশান্তের গৃহকর্মী, বন্ধু সন্দীপ সিং এবং বলিউডের কয়েকজন হর্তাকর্তা এই খুনের সঙ্গে জড়িত।
প্রসঙ্গত, ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর হয়। নিজ কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় তাকে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা করেছেন সুশান্ত। তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। কোনো সুইসাইড নোট রেখে যাননি সুশান্ত।
আইনিউজ/এসবি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ