Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ২৪ আগস্ট ২০২০

রিয়ার দুই বাবার চক্রান্তেই সুশান্তের মৃত্যু: জিম ইনস্ট্রাক্টর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদঘাটনে নেমেছে সিবিআই। এর মধ্যেই সুশান্তের জিম ইনস্ট্রাক্টর সুনীল শুক্ল টাইমস নাও-কে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘রিয়া চক্রবর্তীর দুই বাবাই সুশান্ত হত্যার জাল বুনেছিলেন।’ সুনীল তার বক্তব্যের সপক্ষে বলেন, ‘রিয়ার প্রথম বাবা  চিকিৎসক ইন্দ্রজিৎ চক্রবর্তী অন্য দিকে রিয়ার ‘সুগার ড্যাডি’ মহেশ ভাট দুজনে এই হত্যার জাল বিছিয়েছেন।

সুনীল আরও বলেন, রিয়ার বাবা নিয়মিত সুশান্তকে ওষুধ দিতেন। এমনকি ৮ জুন রিয়া সুশান্তের বাড়ি থেকে চলে যাওয়ার পরেও কেউ সুশান্তকে রোজ ওষুধ দিতেন। তখন তো রান্নার লোক নীরজ, সিদ্ধার্থ পিঠানি আর পরিচারক দীপেশ সাওয়ান্ত বাড়িতে থাকত। তা হলে?’ 

সুনীল আরও জানান সুশান্তের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সুশান্ত জিম করতেন আর মাল্টিভিটামিন খেতেন। সুশান্তের মৃত্যু যে সাধারণ নয়, এ বিষয়ে তিনি নিশ্চিত।

এর মধ্যে গতকালই সিবিআইয়ের একটি দল মুম্বাইয়ের কুপার হাসপাতাল যায়। এখানেই সুশান্তের দেহের ময়না-তদন্ত হয়েছিল। হাসপাতালের ডিন এবং যে ক’জন চিকিৎসক ময়না-তদন্ত করেছিলেন, তাদের সকলের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

অন্যদিকে সুশান্তের তুতো ভাই এবং বিজেপি নেতা বাবলু গতকাল অভিযোগ করেন, সুশান্তের মৃত্যুর পেছনে কিছু ডাক্তারও জড়িত আছেন। তার আরও অভিযোগ, সুশান্তের দুই কাছের বন্ধু সিদ্ধার্থ এবং সন্দীপও ‘চক্রান্তে’ জড়িত।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ