Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩১, ৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৪১, ৮ সেপ্টেম্বর ২০২১

সৌরভের সঞ্চালনায় পুনরায় শুরু হচ্ছে ‘দাদাগিরি’

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র নতুন সিজন শুরু হতে যাচ্ছে। বরাবরের মতো এবারো সঞ্চালনার দায়িত্বে থাকছেন কলকাতার মহারাজা সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলী এখন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট। ফলে তার ব্যস্ততা অনেক অনেক বেশি। গুঞ্জন উঠেছিল ‘দাদাগিরি’ সিজন ৯ এর সঞ্চালনায় তাকে নাও দেখা যেতে পারে। তবে সব গুঞ্জন পেছনে ফেলে শো’য়ের সেটে ফিরেছেন দাদা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘দাদাগিরি’র সেটে তোলা একটি ছবি শেয়ার করেন সৌরভ। ক্যাপশনে লেখেন, ‘শুরু হচ্ছে নতুন সিজন।’

সৌরভের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত দর্শক ও তার ভক্তরা। এক অনুরাগীর ছবিতে আন্তরিক পরামর্শ দিয়ে কমেন্ট করেছেন, ‘দাদা, আপনাকে রিমলেস চশমাতেই বেশি সুপুরুষ লাগে।'

২০০৯ সাল থেকে জি বাংলায় প্রচার হচ্ছে ‘দাদাগিরি’। ধীরে ধীরে অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। দর্শকদের সরাসরি অংশগ্রহণে এর প্রতিটি পর্ব সাজানো হয়। 

‘দাদাগিরি’-র সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালে। ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের জন্য তা স্থগিত হয়। এরপর বিরতি ভেঙে আগস্টে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ