Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৭ ডিসেম্বর ২০২১

ক্যাটরিনা ও ভিকির বিরুদ্ধে থানায় অভিযোগ

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। আজ থেকেই শুরু হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যেই রাজস্থানে পৌঁছে গেছেন হবু বর-কনে। কিন্তু রাজস্থানে পা রাখতে না রাখতেই বিপত্তি। 

অভিযোগ দায়ের করা হয়েছে ক্যাটরিনা ও ভিকির বিরুদ্ধে থানায়। যোধপুরের সাওয়াই মধুপুরে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা বিখ্যাত একটি মন্দিরের জন্য। আর ক্যাট ও ভিকির বিয়ের কারণে নাকি বন্ধ রাখা হয়েছে মন্দিরটি। এ বিষয়েই অভিযোগ জানিয়েছেন দর্শনার্থীরা।

আরও পড়ুন- দুবাই যেতে দেওয়া হলো না জ্যাকুলিনকে

ভারতীয় গণমাধ্যমে জানা গিয়েছে ভিকি-ক্যাটরিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। শুধু ভিক্যাটই নয়, যে দুর্গে ভিক্যাটের বিয়ে তার ম্যানেজার ও ডিস্ট্রিক্ট কালেক্টরের বিরুদ্ধেও জানানো হয়েছে অভিযোগ। অভিযোগ কারির নাম নইত্রাবিন্দ সিং, পেশায় আইনজীবী।

এদিকে ক্যাটরিনা কাইফের বিয়ের নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করতে ব্যক্তিগত বডি গার্ড শেরাকে রাজস্থান পাঠাচ্ছেন সালমান খান। এছাড়াও তাদের বিয়ের নিরাপত্তায় থাকবেন একাধিক বাউন্সার, পুলিশ কর্মকর্তারা। জয়পুর থেকে প্রায় ১০০ জন বাউন্সারকে নিরাপত্তা ব্যবস্থার খেয়াল রাখতে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন- বিটিভিতে বিজয় মাস ডিসেম্বরে বর্ণাঢ্য আয়োজন

ক্যাটরিনা-ভিকির বিয়েতে যে অতিথিরা আসবেন তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করার পর সেই চুক্তিপত্র পাঠালে বারকোড দেওয়া হবে সেই ব্যক্তিকে। শোনা যাচ্ছে, চুক্তিপত্রে থাকছে মোট ৫৯টি শর্ত।

আইনিউজ/এসডিপি 

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ