Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ব্রিটেন, জার্মানি, কানাডাসহ ৩৬ দেশের জন্য রাশিয়ার আকাশপথ বন্ধ

ব্রিটেন ও জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রাশিয়া। এর আগে রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

রাশিয়ান মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উরসুলা ফন।

এখন থেকে এমন সব বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবতরণ, উড্ডয়ন এবং সে দেশগুলোর আকাশসীমার ওপর দিয়ে উড়েও যেতে পারবে না। একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। জার্মানি তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে ইইউ’র এমন ঘোষণায় প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট জানিয়েছিল, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে।

এদিকে যুদ্ধ-বিরতি ও দ্রুত সেনা প্রত্যাহারের দুটি বিষয়কে সামনে রেখে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রতিবেশী দেশ বেলারুশের গোমেল অঞ্চলে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরা জানায়, সোমবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে বেলারুশে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।

সিএনএন জানায়, দুপক্ষের মধ্যে বেলারুশের কোথায় আলোচনা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে তা গোপন রাখা হয়েছে। তবে, গোমেল অঞ্চলের প্রিপিয়াত নদীর কাছে বৈঠক হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়। ইউক্রেন আগেই এক বিৃবতিতে জানিয়েছিল, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ