Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ৯ সেপ্টেম্বর ২০২৩

মরক্কোয় ভূমিকম্প:  ৯ ঘণ্টায় মিলল ৬৩২ লা-শ 

ভূমিকম্পের আ-ঘা-তে ধ্বসে পড়া একটি ভবন। ছবি- BBC

ভূমিকম্পের আ-ঘা-তে ধ্বসে পড়া একটি ভবন। ছবি- BBC

আফ্রিকার দেশ মরক্কোতে আকস্মিক এক শক্তিশালী ভূমিকম্পের আ-ঘা-তে বি-ধ্ব-স্ত হয়ে গেছে বেশকিছু এলাকা। এরিমধ্যে ৯ ঘণ্টার উ-দ্ধা-র অভিযানে ৬৩২ জনের লা-শ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। মরক্কোর রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল আওলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে যে, ৫০০ বছরের মধ্যে ওই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৪৪ মাইল) দূরে আটলাস পর্বতমালার ওকাইমেডিনের স্কি রিসোর্টের কাছে।

শুক্রবার গভীর রাতে মরক্কোয় ভূমিকম্পে সর্বপ্রথম কেঁপে ওঠে মরক্কোর রাবাত ও মারাকাশসহ গোটা এলাকা। আ-ত-ঙ্কি-ত সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।

জানা গেছে, ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের ম-র-দে-হ পাওয়া গেছে। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাত পেরিয়ে দেশটিতে মাত্র সকাল হয়েছে। আর এখনই শুরু হবে আসল উ-দ্ধা-র অভিযান।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের শহর মারাকেচের বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, পুরোনো এই শহরের বেশ কিছু ভবন ধসে পড়েছে। রয়টার্সের খবরে জানা গেছে, স্থানীয় কর্মকর্তা বলেছেন, বেশির ভাগ প্রাণহানি পাহাড়ি এলাকায় হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ভূমিকম্পের ফলে অনেক ভবনের দেয়াল ফেটে গেছে। এই কারণে ধুলোর মেঘ তৈরি হয়। সারারাত মানুষ রাস্তায় রাত কাটায়।

অন্যান্য পোস্টে দেখানো হয়েছে হতবাক বাসিন্দাদের নিরাপত্তার জন্য, স্থানীয় ভবনের বাইরে এবং রাস্তায় দৌড়াচ্ছে।

মারাকেশের একজন বাসিন্দা ব্রাহিম হিমি রয়টার্সকে বলেন, তিনি অ্যাম্বুলেন্সগুলোকে শহরের ঐতিহাসিক পুরাতন শহর ছেড়ে যেতে দেখেছেন। তিনি আরও বলেন, মাটি কেঁপে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়