Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৬ সেপ্টেম্বর ২০২৩

পশ্চিম আফ্রিকার বুরকিনায় বিদ্রোহীদের হামলায় ৫৩ জন নি হ ত

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় সেনাসদস্য সহ কমপক্ষে ৫৩ জন নি হ ত হয়েছেন। এদের মধ্যে ১৭ জন সেনা রয়েছেন। বাকিরা স্বেচ্ছাসেবক যোদ্ধা বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

সোমবার রাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আফ্রিকার এ দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় এ প্রাণহানি ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তরে বিদ্রোহী যোদ্ধাদের সাথে ভারী সংঘর্ষের সময় বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনীর অন্তত ৫৩ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। 

সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত সোমবার ইয়াতেঙ্গা প্রদেশের কৌমব্রি এলাকায় ‘আক্রমণের’ পর ১৭ জন সৈন্য এবং সেনাবাহিনীকে সহায়তাকারী ৩৬ জন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।

২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। এছাড়া গত এক দশকে আফ্রিকার এই দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়