Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৫:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৩

আকস্মিক ভূমিকম্পে বি-ধ্ব-স্ত মরক্কো

ভূমিকম্পের পর নিরাপদ স্থানে দাঁড়িয়ে ভীতসন্ত্রস্ত কিছু মানুষ। ছবি- দ্য নিউ ইয়র্ক টাইমস

ভূমিকম্পের পর নিরাপদ স্থানে দাঁড়িয়ে ভীতসন্ত্রস্ত কিছু মানুষ। ছবি- দ্য নিউ ইয়র্ক টাইমস

আফ্রিকার দেশ মরক্কোতে আকস্মিক এক শক্তিশালী ভূমিকম্পের আ-ঘা-তে বি-ধ্ব-স্ত হয়ে গেছে বেশকিছু এলাকা।। রিখটার স্কেলে ৬ দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রা-ণহা-নির সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত অন্তত ২৯৬ জনের মৃ-ত্যু-র খবর নিশ্চিত করেছে মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রণালয়। 

তাঁরা আরো জানিয়েছে, চিকিৎসার জন্য ১৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ভূম্পিকম্পটিতে সবচেয়ে বেশি হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কেন্দ্রস্থলের দিকে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার কিছু পরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল আটলাস পর্বতমালার ওকাইমেডেনের স্কি রিসোর্টের কাছে, যা মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কেন্দ্রের কাছে পাহাড়ি এলাকার আস্নি গ্রামের বাসিন্দা মনতাসির ইত্রি জানান, সেখানকার বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিবেশীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ও নিজেদের সরঞ্জাম দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা।

আরো পশ্চিমে তারউদান্তের কাছে শিক্ষক হামিদ আফকার বলেন, তিনি তার বাড়ি থেকে পালিয়ে এসেছেন ও ভূমিকম্পের পরে আফটারশক হয়েছে। ভূসিকম্পটি প্রায় ২০ সেকেন্ড স্থায়ী হয় বলেও জানান তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়