Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫,   কার্তিক ৬ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ৯ জুন ২০২১
আপডেট: ১৮:২১, ৯ জুন ২০২১

কর্মজীবী নারীরা বার্ধক্যে বেশি সুস্থ থাকেন: গবেষণা

বর্তমান সময়ে ঘরে-বাইরে দুই জায়গায় নারীদের বিচরণ। কর্মক্ষেত্রে পুরুষের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরাও। ফলে নারী-পুরুষের মধ্যে কমে এসেছে ভেদাভেদ।

দুইদিক সামাল দিয়ে অনেক সময় হাঁপিয়ে ওঠেন নারীরা। এদিকে গবেষণা বলছে কর্মজীবী নারীরা বার্ধক্যে বেশি সুস্থ থাকেন। 

সম্প্রতি এক গবেষণা বলছে, যারা তরুণ বয়সে চাকরি করেন তারা অবসরে যাওয়ার পর অনেক সুখী ও স্বাস্থ্যবান থাকেন এবং দীর্ঘায়ু হন। ভারতের সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশ হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।

৩৬ বছর ধরে পাঁচ হাজার ১০০ নারীর ওপর এ গবেষণা করা হয়। গবেষণা শুরু হয়, ৩০ থেকে ৪৪ বছর বয়সী নারীর ওপর। তাদের শারীরিক, মানসিক ও স্বাস্থ্যগত বৃদ্ধি দেখা হয়, ৬৬ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত।

গবেষণার ফলাফলে বলা হয়, যারা অন্তত ২০ বছর অর্থ উপার্জন করেন তারা বয়স বাড়লে অনেক বেশি সুখী হন এবং কম শারীরিক জটিলতায় ভোগেন সাধারণ গৃহিণীদের তুলনায়।

গবেষণায় এ-ও বলা হয়, কর্মজীবী নারী অবসরের পর কম বিষণ্ণতায় ভোগেন। গবেষণাটি প্রকাশ হয় ডেমোগ্রাফি জার্নালে।

 গবেষক জেনিফার জানান, কর্মজীবী নারী পুরুষের আধিপত্য থেকে বের হয়ে আসতে পারেন, এ কারণে হয়তো তারা এতোটা সুখীবোধ করেন।

তবে এর বিপরীত দিকও রয়েছে। গবেষণায় কর্মজীবী নারীর জীবনের কিছু নেতিবাচক দিক উঠে এসেছে। কর্মক্ষেত্রে মানসিক চাপ, নারী-পুরুষ বৈষম্য নারীর মধ্যে ভীষণ মানসিক চাপ তৈরি করে। এটি পরে তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর বাজে প্রভাব ফেলে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়