Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২২:০৪, ২৮ জুলাই ২০২১
আপডেট: ২৩:৩৪, ২৮ জুলাই ২০২১

মশা নিধনে অবহেলা না করে এখনই চারপাশ পরিচ্ছন্ন রাখুন

দেশজুড়ে যখন করোনা আতঙ্ক, তখনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তার সাথে যোগ হয়েছে চিকুনগুনিয়া। বর্ষাকালে ডেঙ্গু ছাড়াও চিকনগুনিয়ায় প্রকোপ থেকে সাবধান থাকতে হবে। সতর্ক হতে হবে মশার বংশবৃদ্ধি নিয়ে। সর্তকতাই কমিয়ে দিতে পারে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ এমনটাই বলেছেন চিকিৎসকরা।

ডেঙ্গু ও চিকনগুনিয়ার এডিস মশা বাসাবাড়ির ভিতরে এবং বাইরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। এক্ষেত্রে আশেপাশে পানি জমে থাকতে পারে এমন স্থান ও পরিত্যক্ত জিনিস দ্রুত পরিষ্কার করা প্রত্যেকের দায়িত্ব।

যেসব স্থান বা জিনিসে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নিতে পারে সেগুলো হলো :
• ফুলের টব/চৌবাচ্চা/পানির ট্যাংক
• অব্যবহৃত গাড়ির টায়ার
• রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের নিচে পানি জমার পাত্র
• ঢাকনা খোলা অব্যবহৃত কমোড
• নির্মাণাধীন ভবন
• পরিত্যক্ত বাড়ি, গাড়ি, যে কোনো ভবন
• কাঁচ/প্লাস্টিকের বোতল/ক্যান/ডাবের খোসা
• ওয়াসার পানির মিটার, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা
• বাড়ির ছাদ, উঠান এবং দুই দালানের মাঝে স্যাঁতস্যাঁতে জায়গা
• বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙিনা 

ডেঙ্গু ও চিকনগুনিয়া নিয়ে আতঙ্ক নয়। অসাবধানতা বা অবহেলা না করে মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন। আশেপাশের কোনো পাত্র বা স্থানে পানি জমছে কিনা তা খুঁজে দেখুন। দ্রুত সেই পরিত্যক্ত পাত্র বা স্থান পরিষ্কার করে নিজেকে, নিজের সন্তান ও স্বজনকে এবং প্রতিবেশী সকলকে মশাবাহিত সব রোগ থেকে মুক্ত রাখুন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ