Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

সাইফুর রহমান তুহিন

প্রকাশিত: ১৬:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২০:০১, ২২ ফেব্রুয়ারি ২০২৩

যেসব চ্যালেঞ্জ এখন হাথুরুসিংহের সামনে

শ্রীলংকান কোচ চান্দিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

শ্রীলংকান কোচ চান্দিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার জন্য ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছেন শ্রীলংকান কোচ চান্দিকা হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর হঠাৎ বিদায়ের পর থেকেই নতুন কোচের সন্ধান করছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবি’র সাথে দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হলো ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ। নতুনভাবে দায়িত্ব নেওয়ার পর হাথুরুর সামনে প্রধান চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে ? চলুন জানা যাক।

টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা ধরে রাখা :
হাথুরুসিংহের প্রধান চ্যালেঞ্জ হলো টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশকে ধারাবাহিক সাফল্য এনে দেওয়া যা সাম্প্রতিককালে আমরা একেবারেই দেখিনি। ওয়ানডেতে বেশ আগে থেকেই ভালো খেলছে টাইগাররা কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট ফরম্যাটে তাদের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। 

মাঝে মাঝে সাফল্য যে আসেনি তা নয়। তবে ধারাবাহিকতা জিনিসটি এখনো অধরাই থেকে গেছে সাকিব, লিটন, মিরাজ, তাসকিনদের। সাকিব আল হাসান মনে করেন যে, হাথুরুসিংহের রয়েছে চমৎকার ক্রিকেট জ্ঞান এবং টেস্ট ও টি-টোয়েন্টিতে দলকে তুলনামূলক ভালো অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষমতা তিনি রাখেন। 

এবাদত হোসেন ও খালেদ আহমদের মতো গতিময় পেসারের আগমন টেস্ট দলকে উজ্জীবিত করেছে এবং এখন হাথুরুসিংহেকে প্রয়োজন সবকিছু ঠিকঠাকমতো চালিয়ে যাওয়ার। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা না থাকার আরও কারণ রয়েছে যার একটি হলো প্রতিষ্ঠিত ওপেনিং জুটি না থাকা এবং সঠিক ব্যাটিং কৌশল সম্পর্কে ধারণা না থাকা। এগুলো তাড়াতাড়ি খুঁজে বের করা হওয়া উচিত কোচের খুব গুরুত্বপূর্ণ এজেন্ডা।

টি-টোয়েন্টির ক্ষেত্রে প্রয়োজন একটি সেরা কম্বিনেশন গড়ে তোলা যারা পরবর্তী বছরের বিশ্বকাপের জন্য নিজেদেরকে আরও নিখুঁত করে তুলবে এবং টিম ম্যানেজমেন্টকে বারবার পরিবর্তন ও রদবদল থেকে মুক্তি দেবে।

পিচ বিতর্ক
আগের মেয়াদে দায়িত্ব পালনকালে হাথুরুসিংহে নন-এশিয়ান প্রতিপক্ষের সাথে সিরিজে খুবই নিচু বাউন্সের টার্নিং পিচ তৈরি করিয়েছিলেন। এরকম পিচ বানিয়ে প্রথমে ইংল্যান্ড এবং পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি স্মরণীয় জয় আসলেও নিজেরা এশিয়ার বাইরে সিরিজ খেলার সময় ফাস্ট ও বাউন্সি পিচে নাস্তানাবুদ হয়েছেন ব্যাটসম্যানরা। 

২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একই ফর্মুলা ব্যাবহার করে খুব সফল ছিলো বাংলাদেশ। কিন্তু আসল জায়গায় গিয়ে গ্রুপ পর্বে একটি ম্যাচও জেতেনি টাইগাররা। এখন দেখার বিষয় এটিই যে, হাথুরুসিংহে আগের রাস্তায় হাঁটবেন নাকি মানসম্পন্ন স্পোর্টিং পিচে নিজ খেলোয়াড়দের স্নায়ুর পরীক্ষা নেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেবেন।

ওয়ানডেতে সামনে এগিয়ে যাওয়া আগের মেয়াদে কোচ হিসেবে হাথুরুসিংহের বড় একটি অর্জন হলো ওয়ানডে দলকে সুসংগঠিত করা এবং দেশের পাশাপাশি বিদেশেও এটি দেখা গেছে। হাথুরুসিংহের নির্দেশনায় বাংলাদেশ শুধু ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই খেলেনি, খেলেছে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও। 

বিশেষ করে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ রানে পাঁচ উইকেট হারিয়েও ২৬৬ রান তাড়া করা ছিলো দুর্দান্ত। এবার দেখার বিষয় হলো চলতি বছরের শেষভাগে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে হাথুরুসিংহে দলকে কতোদূর নিয়ে যেতে পারেন। 

এখনই সময় বাংলাদেশ দলকে উন্নতির পরের ধাপে নিয়ে যাওয়া আর তা হলো ওয়ানডেতে নিয়মিত ৩৫০ বা তার কাছাকাছি রান স্কোরবোর্ডে জমা করা। এই কাজটি কিন্তু বাংলাদেশকে করতে প্রায় দেখাই যায় না। এর জন্য প্রয়োজনে নিজেদের মানসিকতায় বিশেষ করে ব্যাটিংয়ে পরিবর্তন আনতে হবে যেহেতু ওয়ানডে এখন আর সিঙ্গেলস/ডাবলস নির্ভর খেলা নয়।

ড্রেসিংরুমে সংহতি বজায় রাখা
আগের মেয়াদে কিন্তু হাথুরুসিংহে সিদ্ধান্ত গ্রহণের অবাধ স্বাধীনতা ভোগ করেছেন এবং এটিকেই পুরো দল পরিচালনার নিজস্ব স্টাইল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এবার যখন তিনি নতুন করে দায়িত্ব নিয়েছেন তখন অনেক খেলোয়াড়ই আর উঠতি প্রতিভা নয়।

সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হকের
সাথে হাথুরুসিংহের দ্বন্দ্বের কথা বেশ ভালোভাবেই জানাজানি হয়েছিলো যা বজায় ছিলো তার আগের মেয়াদ পর্যন্ত। এবার নতুন মেয়াদে হাথুরুকে শুরুটা করতে হবে সিনিয়র খেলোয়াড়দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে। মাঠের পরফরম্যান্সের লক্ষ্য নির্ধারণের আগে তাকে ড্রেসিংরুমের সংহতির বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। 

লেখক : সাইফুর রহমান তুহিন, সাংবাদিক ও ক্রীড়া

আইনিউজ/এইচএ

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়