স্পোর্টস প্রতিবেদক
শ্রীমঙ্গলে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির মুখোমুখি রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। ছবি: আই নিউজ
খেলাধুলার মাধ্যমে নারীর সমতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ও নারী অ্যাম্পিউটি (যাদের একটি পায়ে অঙ্গচ্ছেদ) প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই) এর আয়োজনে উপজেলার সাতগাঁও চা বাগান মাঠে অনুষ্ঠিত হয় বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ও নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ম্যাচ। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল- “সীমা ভাঙো, নতুন পথ গড়ো: ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে খেলাধুলা”।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত ৬টি ফুটবল একাডেমি বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। তারমধ্যে থেকে ফাইনালে উত্তীর্ণ হয় শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ও সিলেটের রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি।
এদিন বিকালে ফাইনাল ম্যাচে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির মুখোমুখি হয় রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। এই ম্যাচে রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ২-০ গোলে বিজয়ী হয়। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হন শিবানী কুর্মি। ম্যান অফ দ্যা সিরিজ হন স্বর্ণা মুন্ডা এবং সেরা গোলরক্ষকের স্বীকৃতি লাভ করেন সোনালি মুন্ডা।
এর পরপরই শুরু হয় নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ম্যাচ। এক সপ্তাহব্যাপী অ্যাম্পিউটি ফুটবল ক্যাম্পের সমাপনীতে প্রদর্শনী খেলতে নীল দল ও লাল দলের মধ্যে অনুষ্ঠিত হয় ম্যাচ, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রদর্শনী খেলায় লাল দল ১-০ গোলে বিজয়ী হয়। এতে প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন মোছাম্মৎ রজনী খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি এবং স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই) এর প্রতিষ্ঠাতা ও সিইও শারমিন ফারহানা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (এসএইচআই) এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, এসএইচআই শ্রীমঙ্গল এর ইনচার্জ ঝিনুক বৈদ্য প্রমুখ।
সিইও শারমিন ফারহানা চৌধুরী বলেন, ‘খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি সামাজিক পরিবর্তনেরও একটি শক্তিশালী মাধ্যম। নারী ও প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য এই ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে সমতার বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে।’
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি বলেন, ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সবসময়ই মানবিকতা ও সাম্যের পক্ষে। এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে এবং আমরা এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করতে পেরে গর্বিত।’
মূলত এই আয়োজনের মাধ্যমে নারী ক্রীড়াবিদদের দক্ষতা, সাহসিকতা ও নেতৃত্বকে সম্মান জানানো হয়েছে। বিশেষভাবে শারীরিকভাবে প্রতিবন্ধী নারীদের জন্য খেলাধুলাকে একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।’
এই অনুষ্ঠানটি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি-এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আই নিউজ/আরএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা