Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫,   বৈশাখ ২২ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৯, ৫ মে ২০২৫

শ্রীমঙ্গলে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

জুম্মন লুসাই ফুটবল একাডেমির মুখোমুখি হয় রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। ছবি: আই নিউজ

জুম্মন লুসাই ফুটবল একাডেমির মুখোমুখি হয় রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। রোববার বিকালে সাতগাঁও চা বাগান মাঠে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স (এসএইচআই) এর আযোজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত ৬টি একাডেমির অংশগ্রহণে নারী বিভাগীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচে জুম্মন লুসাই ফুটবল একাডেমির মুখোমুখি হয় রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। এই ম্যাচে রাগিব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ২-১ গোলে বিজয়ী হয়। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে শান্তনা মুন্ডা।

দ্বিতীয় ম্যাচে চৌধুরী শাহাবুদ্দিন আহমেদ (সিএসএ) ফুটবল একাডেমির মুখোমুখি হয় হবিগঞ্জ ফুটবল একাডেমি। এই ম্যাচে হবিগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে বিজয়ী হয়। এতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে তন্নী আক্তার তমা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশাসক মাহবুব আলম পলো, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স (এসএইচআই) এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী, এসএইচআই শ্রীমঙ্গল এর ইনচার্জ ঝিনুক বৈদ্য প্রমুখ।

আজ ৬টি দলের মধ্যে ৪টি দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার (০৫ মে) ২টি দলের ম্যাচ হবে, এবং দলটি সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে। আগামী (০৮ মে) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি নারী অ্যাম্পিউটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এই চ্যাম্পিয়নশিপের মূল লক্ষ্য হলো মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা, সামাজিক বৈষম্য কমানো এবং নারী ক্রীড়াকে এগিয়ে নেওয়া।

আই নিউজ/আরএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়