Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫,   কার্তিক ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:২০, ১৫ আগস্ট ২০২৩

কুলাউড়ার আটক ২৭ জঙ্গির নাম-ঠিকানা

মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযান পরিচালন করে শনিবার (১২ আগস্ট)। আটক করা হয় নারী-পুরুষ ১০ জনকে। এদেরমধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। তাদের সাথে ছিলো তিনটি শিশু। 

দ্বিতীয় অভিযান পরিচালন করে মঙ্গলবার (১৫ আগস্ট)। তবে আগেরদিন সোমবার (১৪ আগস্ট) সিএনজি চালক ও স্থানীয় মানুষেরা ১৭ জন নারী-পুরুষকে আটক করে।  

দুটি অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

সিএনজি চালক ও স্থানীয় জনতার হাতে আটক ১৭

সোমবার (১৪ আগস্ট) জনতার হাতে আটক ১৭ জন হলো : 

১। জুয়েল মাহমুদ (২৮), পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-সাহারা বেগম, গ্রাম-গাঁওপাড়া, থানা-বাগাতি পাড়া, জেলা-নাটোর।

২। সোহেল তানভীর রানা (৩০), পিতা- হেলাল উদ্দিন, মাতা-রাহেলা খাতুন, গ্রাম-পুরাবাড়ি, থানা ও জেলা-সিরাজগঞ্জ।

৩। সাদমান আরেফিন ফাহিম (২১), পিতা-হামিদুল হক, মাতা-হাসিনা বেগম, গ্রাম-দক্ষিণ শ্রীকুল, থানা-রামু, জেলা-কক্সবাজার।

৪। মো. ইমতেজার হাসসাত নাবীব (১৯), পিতা- মো. এনামুল হক, মাতা-নাছিমা খানম, গ্রাম-মধ্যম মংনোয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার।

৫। ফাহিম খান (১৭), পিতা-আইয়ুব খান বাবু, মাতা-মৃত সাবিনা ইয়াছমিন, গ্রাম-মোল্লাপাড়া, থানা ও জেলা-যশোর।

৬। মামুন ইসলাম (১৯), পিতা-আব্দুল্লাহ, মাতা-মৃত রোজিনা, গ্রাম-আতাইকোলা, থানা-আতাইকুলা, জেলা-পাবনা।

৭। রাহাত মন্ডল (২৪), পিতা-আব্দুর রহিম মন্ডল, মাতা-আঙ্গুর বিবি, গ্রাম-চাদপাড়া, থানা-গোবিন্দবক্স, জেলা-গাইবান্ধা।

৮। সোলাইমান মিয়া (২১), পিতা- নূর আলম, মাতা-সুলতানা বেগম, গ্রাম-পূর্ব দত্তেরচর, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর।

৯। আরিফুল ইসলাম (৩৪), পিতা-সেকান্তা শেখ ওরফে শান্ত শেখ, মাতা-খালেদা বেগম, গ্রাম-গোলা কান্দাইল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ।

১০। আশিকুল ইসলাম (২৯), পিতা-আব্দুল লতিফ, মাতা-রাশিদা বেগম, গ্রাম-হাটশিপুর, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া।

১১। মামুন ইসলাম (২৬), পিতা-ফজলু মল্লিক, মাতা-আলেয়া খাতুন, গ্রাম-আতাইকুলা, থানা ও জেলা-পাবনা।

১২। তানভীর রানা (২৪), পিতা-নজরুল ইসলাম, মাতা-নূরুন্নাহার, গ্রাম-ছয়াইল, থানা ও জেলা-ঝিনাইদহ।

১৩। জুয়েল শেখ(২৫), পিতা-জহুরুল শেখ, মাতা-মেহেরুন্নেছা বেগম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা।

১৪। রফিকুল ইসলাম (৩৮), পিতা-ইসলাম মন্ডল, মাতা-হামিদা খাতুন, গ্রাম-কয়জুড়ি শ্রীপুর, থানা-আতাইকুলা, জেলা-পাবনা।

১৫। আবির হোসেন (২০), পিতা-আমজাদ হোসেন, মাতা-আম্বিয়া খাতুন, গ্রাম-দারামোদহা, থানা-সাথিয়া, জেলা-পাবনা।

১৬। মেহেদী হাসান মুন্না (২৩), পিতা-মো. রেজাউল করিম, মাতা-দিনারা মমতাজ, গ্রাম-পূর্ব চিয়াইপাড়া, থানা ও জেলা-মাদারিপুর।

১৭। কোয়েল (২৫), পিতা-সাখাওয়াত হোসেন, মাতা-জহুরা বেগম, গ্রাম-মুমিনপুর, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল।

সিটিটিসির অভিযানে আটক ১০ নারী-পুরুষ জঙ্গি

শনিবার (১২ আগস্ট) কুলাউড়ায় প্রথম অভিযানে কর্মধা ইউনিয়নের বাইশালী টিলায় জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গিকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সোয়াট ও স্থানীয় পুলিশ। সাথে ছিলো তিনটি শিশু। তারা হলো :

১) শরীফুল ইসলাম (৪০), পিতা-ওমর আলী, মাতা-ছমিরুন, গ্রাম-দক্ষিন নলতা, থানা ও জেলা-সাতক্ষীরা। ২) হাফিজ উল্লাহ (২৫), পিতা-আবুল কাশেম, মাতা-জহুরা খাতুন, সাং-কানলা, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ। ৩) খায়রুল ইসলাম (২২), পিতা-নজরুল ইসলাম, মাতা-সানোয়ারা বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। ৪) রাফিউল ইসলাম (২২), পিতা-সাইফুল ইসলাম, মাতা-রেবা সুলতানা, গ্রাম-মাইজবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ। ৫) মেঘনা (১৭), স্বামী-খায়রুল ইসলাম, পিতা-মানিক মিয়া, মাতা-আলেয়া বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। ৬) আবিদা (১২ মাস), পিতা-খায়রুল ইসলাম, মাতা-মেঘনা, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।

আইনিউজ/ইউএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়