নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:৪৭, ১৫ আগস্ট ২০২৩
কুলাউড়া কালাপাহাড়ে জঙ্গি আস্তানা, বিস্ফোরক ও গুলি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি বিরোধী অভিযান সমাপ্ত করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। দুটি অভিযানে নারী-পুরুষ ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, গুলি ও নগদ টাকা।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।
পুলিশ লাইনসে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান, ডিএমপির অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান, উপ-কমিশনার নাজমুল হোসেন।
কালাপাহাড়ে ইমাম মাহমুদ কাফেলার নতুন আস্তানা
সিটিটিসি প্রধান জানান- গহীন পাহাড়ে ইমাম মাহমুদের কাফেলার আরেকটি আস্তানা ছিলো। আজ সকাল ৯টার দিকে স্থানীয় পুলিশ ও সিটিটিসির সদস্যরা দুর্গম পাহাড়টিতে নতুন জঙ্গি আস্তানার খোঁজে অভিযান শুরু করেন। অভিযান চলে বিকাল পর্যন্ত। সেখানে তিনটি ঘরের সন্ধান পাওয়া যায়। পাঁচ থেকে ছয় কেজি বিস্ফোরক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কর্মধায় সিএনজি চালকদের হাতে আটক ১৭ জনের নাম ও পরিচয়
সোমবার (১৫ আগস্ট) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় মানুষ ও সিএনজি চালককেদর সহায়তায় ১৭জন জঙ্গি সদস্যকে আটক করা হয়। তাদের কাছে থাকা একটি ব্যাগে নগদ ২ লাখ টাকা ও ৯৫টি ডেটোনেটর পাওয়া যায়।
আটক ১৭ জনকে ঢাকায় নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে গেছে সিটিটিসি। সেখানে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।
কুলাউড়ার বাইশটিলায় প্রথম অভিযানে আটক ১০
এর আগে গত শনিবার (১২ আগস্ট) কুলাউড়ায় প্রথম অভিযানে কর্মধা ইউনিয়নের বাইশালী টিলায় জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গিকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সোয়াট ও স্থানীয় পুলিশ। তখন আড়াই কেজি বিস্ফোরক ও ৫০টি ডেটোনেটর উদ্ধার করা হয়। এই বিস্ফোরক দিয়ে ইমপ্রোভাইজড ইক্সক্লুসিভ ডিভাইস- আইডি বানানো হয়।
আইনিউজ/ইউএ
এ সংক্রান্ত আরো খবর পড়ুন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার