Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৯:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

প্রয়াত সঙ্গীতজ্ঞ ছায়া রায়ের প্রথম মৃ ত্যু বা র্ষি কী তে স্মরণসভা ১৯ ফেব্রুয়ারি

২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি মা রা যান সঙ্গীত গুরু ও বীর মুক্তিযোদ্ধা ছায়া রায়।

২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি মা রা যান সঙ্গীত গুরু ও বীর মুক্তিযোদ্ধা ছায়া রায়।

মৌলভীবাজারের সুপরিচিত সঙ্গীতজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ছায়া রায়ের প্রথম মৃ ত্যু বা র্ষি কী তে তাঁর স্মরণে আয়োজন করা হয়েছে স্মরণ সভা। 

আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালমা বেগম। এছাড়াও স্মরণসভায় অন্যান আরও অনেক অতিথি উপস্থিত থাকবেন। 

ছায়া রায়ের স্মৃতিতে এই স্মরণসভার আয়োজন করেছে ছায়া রায় প্রতিষ্ঠিত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ওস্তাদ গজেন্দ্রলাল সঙ্গীত সদন। 

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি মা রা যান সঙ্গীত গুরু ও বীর মুক্তিযোদ্ধা ছায়া রায়। যাকে মৌলভীবাজারে প্রায় সকলেই ছায়া মাসী বলে ডাকতেন। মৃ ত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

ছায়া রায় একাধারে নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত এবং ক্ল্যাসিকেল গানের একজন গুণী শিল্পী ছিলেন। মহান স্বাধীনতা সংগ্রামের সময় তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন তাঁর কণ্ঠ দিয়ে। স্বাধীন বাংলা বেতারে সেসময় দেশ মাতৃকার গান ও যুদ্ধজয়ের গান শুনিয়ে যারা মুক্তিযোদ্ধারের প্রেরণা যোগাতেন ছায়া রায় ছিলেন সেই দলের যোদ্ধা।

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি তাঁর প্রথম মৃ ত্যু বার্ষিকী। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়