Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ৩১ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৯:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩

রাষ্ট্রীয় মর্যাদা শেষে ছায়া রায়ের শেষকৃত্য সম্পন্ন

কণ্ঠযোদ্ধা ছায়া রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। ছবি- আই নিউজ

কণ্ঠযোদ্ধা ছায়া রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। ছবি- আই নিউজ

রাষ্ট্রীয় মর্যাদা শেষে মৌলভীবাজারের সর্বজনশ্রদ্ধেয় প্রথিতযশা সঙ্গীতশিল্পী, স্বাধীন বাঙলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ছায়া রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ (২০ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে জেলার এ গুণী শিল্পীকে বিদায় জানান সংস্কৃতি কর্মী, শিল্পী, কুশলী সহ নানা স্তরের মানুষ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। জাতীয় পতাকায় মোড়ানো হয় তাঁর কফিন। গার্ড অব অনার শেষে সৈয়ারপুর শশ্মানঘাটে শেষকৃত্য করা হয়। এর আগে তাঁকে ফুলেল শ্রদ্ধা জানান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনতা। 

বীর মুক্তিযোদ্ধা ছায়া রায় রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৪ মিনিটে শহরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।

ছায়া রায় নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত ও ক্ল্যাসিকাল গানের একজন গুণী শিল্পী ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ জেলার লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গণে। 

আই নিউজ/এইচএ  

Eye News YouTube Channel : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ