নিজস্ব প্রতিবেদক
নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে পাচারকালে এক তরুণীকে উদ্ধার

উদ্ধারকৃত ভিকটিম মোছা. তাছনিম জাহান আলো (২০)। ছবি: আই নিউজ
ভারতীয় প্রতারকের বিয়ের প্রলোভনে পাচারকালে ব্রাহ্মণবাড়ীয়া জেলা থেকে এক তরুণীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-৯। উদ্ধারকৃত ভিকটিমের নাম মোছা. তাছনিম জাহান আলো (২০)। তিনি সুনামগঞ্জ সদর থানার আব্দুল আউয়ালের মেয়ে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে অতিঃ পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ, র্যাব-৯ সিলেট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য সাংবাদিকদের জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভারতের আসাম রাজ্যের জনৈক রেজাউল করিম এর সাথে বাংলাদেশের নাগরিক সুনামগঞ্জ জেলার সদর থানার মোছাঃ তাছনিম জাহান আলো (২০) এর সোস্যাল মিডিয়ার মাধ্যমে দীর্ঘদিন যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে প্রতারক ও মানবপাচারকারী জনৈক রেজাউল করিম কৌশলে মিথ্যা বিবাহের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে ভিকটিমের নিজ এলাকা থেকে গত ১৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসেন।
ভিকটিম নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার ১৪ অক্টোবর আনুমানিক সোয়া ৩ টার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ঘাটিয়ারা এলাকার ‘হোটেল থ্রী স্টার আবাসিক’ হোটেলে অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যেই নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনাস্থলে রেজাউল করিমকে পাওয়া যায়নি বিধায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভিকটিমের কাছ থেকে জানা যায়, রেজাউল করিম ভারতের আসাম রাজ্যের নাগরিক এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিকটিমের সাথে যোগাযোগ করতেন। রেজাউল করিম ভিকটিমকে বিবাহ করে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে ভারতে নিয়ে যাবে মর্মে প্রলোভন দেখায় এবং হোটেলে অপেক্ষা করতে বলে।অনুসন্ধানে জানা যায় যে, জনৈক রেজাউল করিম একজন প্রতারক ও মানবপাচারকারীর সক্রিয় সদস্য।
পরবর্তীতে উদ্ধাকৃত ভিকটিমকে তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আই নিউজ/আরএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন