Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৯ অক্টোবর ২০২৫,   কার্তিক ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ১৮ অক্টোবর ২০২৫

সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আমরা শ্রীমঙ্গলবাসীর ব্যানারে মানববন্ধন। ছবি: আই নিউজ

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আমরা শ্রীমঙ্গলবাসীর ব্যানারে মানববন্ধন। ছবি: আই নিউজ

সিলেট আখাউড়া সেকশনে দুই জোড়া ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে আমরা শ্রীমঙ্গলবাসীর ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়। মূলত ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর আহ্বানে জাতীয় প্রেসক্লাবের কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল-সিলেট রেলপথ সংস্কার ও উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয় যাত্রীদের ভোগান্তি দিনদিন বাড়ছে। রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ছাড়া বৃহত্তর সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তারা অবিলম্বে রেলপথ সংস্কার, দ্রুতগতির ট্রেন চালু এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।”

বক্তারা আরো বলেন, “সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু ও রেলপথ সংস্কার এখন সময়ের দাবি। ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলছে, এতে মানুষের দুর্ভোগ সীমাহীন হয়ে পড়েছে। যৌক্তিক এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শ্রীমঙ্গল থেকেই বৃহত্তর আন্দোলন শুরু হবে।”

বক্তারা অভিযোগ করে বলেন, “তিন দশক ধরে সিলেট বিভাগ রেল ও সড়ক উন্নয়নে বঞ্চিত থেকেছে। বৃটিশ আমলের পুরোনো রেলপথ ও দুর্বল অবকাঠামো এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। ছয় ঘণ্টার পথ এখন কখনো কখনো ১০ থেকে ২৪ ঘণ্টায় পাড়ি দিতে হয়। ট্রেনের টিকিট পাওয়া যায় না, আকাশপথে গুনতে হয় ঢাকা-কলকাতার চেয়েও বেশি ভাড়া। এই অচলাবস্থা দূর করতে সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।”

আয়োজকরা জানান, “শ্রীমঙ্গলবাসীর এ ঐক্যবদ্ধ উদ্যোগ কেবল স্থানীয় দাবির প্রতিফলন নয়, এটি বৃহত্তর সিলেট অঞ্চলের বঞ্চনার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ।”

সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফারিয়া শ্রীমঙ্গল -এর সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সংস্কৃতিকর্মী মো. কাওছার ইকবাল, এম এ রহিম নোমানী, শিক্ষক মো. একরামুল কবির, সাংবাদিক মো. আমজাদ হোসেন বাচ্চু, সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর সহ-সভাপতি কাজী আছমা আক্তার, সাংবাদিক সঞ্জয় দে প্রমুখ।

আই নিউজ/আরএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়