রুপম আচার্য্য
ম্যাজিক বাউলিয়ানা ২০২৫
মেগা সিলেকশন রাউন্ডে সিলেট বিভাগের চার প্রতিযোগী

ম্যাজিক কার্ড বিজয়ীরা হলেন- দেবযানী রায়, শিমলা মুন্ডা, ফারজানা আক্তার, কৃপেশ সূত্রধর। ছবি: সংগৃহীত
বাংলা লোকগানের প্রতিযোগিতা ভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫ পঞ্চম সিজন’ এর সিলেট বিভাগের অডিশন ও সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ অক্টোবর সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সিলেট অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অসংখ্য প্রতিযোগী অংশ নেয় এবং বাউল গানের সুরে মেতে ওঠে জেলা শিল্পকলা একাডেমিতে। এতে বিচারক হিসেবে ছিলেন ভজনক্ষ্যাপা, পাগলা বাবলু, লাভলী দেব, শফিউল বাদশা, ফয়সাল এবং শাহনূর জালাল।
সকল প্রতিযোগীর গান-সুর, তাল-লয়, উপস্থাপন, ভঙ্গিমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা অডিশন এবং সিলেকশন রাউন্ড থেকে ঢাকায় আসার ম্যাজিক কার্ড প্রদান করেন সিলেট বিভাগের ৪ জন শিল্পীকে। এভাবে সারাদেশ থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন ঢাকায়, মেগা সিলেকশন রাউন্ডে।
সিলেট অঞ্চল থেকে ম্যাজিক কার্ড বিজয়ীরা হলেন- মৌলভীবাজার জেলা থেকে দেবযানী রায়, সিলেট থেকে শিমলা মুন্ডা, সুনামগঞ্জ থেকে ফারজানা আক্তার আশা, ও হবিগঞ্জ জেলা থেকে কৃপেশ সূত্রধর। এবারের পঞ্চম আসরে ২২ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন।
লোকসঙ্গীতের ঐতিহ্য ও সংস্কৃতি অটুট এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরি করার পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়েলটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। যাত্রা শুরু করার পর থেকেই সান ফাউন্ডেশন বাংলা লোকসঙ্গীতের প্রসারণে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এবারও শুরু হলো ম্যাজিক বাউলিয়ানা ২০২৫।
সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার ২০২৫ পঞ্চম সিজনের বর্ণাঢ্য আয়োজন দেখা যাবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়।
আই নিউজ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ