নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে অন্নকূট মহোৎসব: ১০৫০ কেজি পরিমাণ ভোগ নিবেদন
ভগবানের নিকট ১০৫০ কেজি (পরিমাণ) অন্নকূট ভোগ নিবেদন করা হয়। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন প্রাঙ্গণে গিরি গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ১০৫০ কেজি (পরিমাণ) অন্নকূট ভোগ নিবেদন করা হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর উত্তসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে ভগবানের নিকট ১০৫০ কেজি (পরিমাণ) অন্নকূট ভোগ নিবেদন করা হয়।
দ্বিতীয়বারের মত আয়োজিত এই মহোৎসবে কয়েক হাজার ভক্তবৃন্দের সমাগম ছিল। মূলত অন্নকূট উৎসবটি হলো খাদ্যদেবীর আরাধনা।
গত বছর ৫২৫ কেজি (পরিমাণ) অন্নকূট ভোগ নিবেদন করা হয়েছিল। গতবারের তুলনায় এবছর দ্বিগুণ অর্থাৎ ১০৫০ কেজি (পরিমাণ) অন্নকূট ভোগ নিবেদন করা হয়েছে।
উল্লেখ্য, যে অন্নকূট শব্দের অর্থ অন্নকূট অর্থাৎ অন্নের পাহাড়। এই উৎসবে ভগবান গিরিরাজ গোবর্ধন, গো এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর (গোপাল) ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং গো ও ব্রাহ্মণের পূজার প্রচলন করেছিলেন।
পুরাণ অনুযায়ী, ভালো বৃষ্টি হয়ে যাতে ভালো ফলন হয়, তার জন্য দেবরাজ ইন্দ্রের পুজো করতেন বৃন্দাবনবাসী। গরীব বৃন্দাবনবাসীকে ইন্দ্রের পুজোয় বহু খরচ করা পছন্দ করেননি শ্রীকৃষ্ণ। তিনি সেই খাবার ইন্দ্রকে না দিয়ে ছোট ছেলেমেয়েদের খাওয়াতে বলেন। কৃষ্ণের কথায় বৃন্দাবনবাসী ইন্দ্রের পুজো বন্ধ করে দিলে তিনি রেগে গিয়ে বৃন্দাবন প্রবল বৃষ্টি শুরু করেন।
বৃষ্টিতে গোটা বৃন্দাবন ভেসে যেতে বসলে শ্রীকৃষ্ণ এই বিপদ থেকে তাঁদের বাঁচাতে এগিয়ে আসেন। বৃন্দাবনের গোবর্ধন পাহাড় নিজের আঙুলের ডগায় অনায়াসে তুলে ফেলেন শ্রীকৃষ্ণ। তার নীচে আশ্রয় নেন বৃন্দাবনের সকল মানুষ ও গবাদি পশু। টানা সাত দিন এক ভাবে আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে দাঁড়িয়ে থাকেন কিশোর শ্রীকৃষ্ণ। তখন নিজের ভুল বুঝতে পেরে সেই প্রবল বৃষ্টি বন্ধ করেন দেবরাজ ইন্দ্র। সেই থেকে দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো হয়ে থাকে। এদিন 'গো-মাতা'র পুজো করে থাকেন অনেকে।
এছাড়াও মৌলভীবাজার জেলাসহ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মন্দিরে গিরিগোবর্ধন পূজা ও অসংখ্য খাবারে এ উৎসবের আয়োজন করা হয়।
আই নিউজ/আরএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন

























