Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২০ অক্টোবর ২০২৫,   কার্তিক ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ২০ অক্টোবর ২০২৫

আজ শ্যামা পূজা ও দীপাবলি: আলোর উৎসবে মাতবে সারাদেশ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি আজ। আলোর উৎসবে মাতবে সারাদেশ। দেশের বিভিন্ন প্রান্তে কালীপুজোর আনন্দে মাতবেন সকলে। রাতে দশনার্থীদের ঢল নামবে বিভিন্ন পুজো মণ্ডপে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর পালন করা হয় শ্যামাপূজা, যা দীপাবলি বা আলোর উৎসব নামেও পরিচিত।

আজ (২০ অক্টোবর) সোমবার অনুষ্ঠিত হবে এই উৎসব ও শ্যামা পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালন নিশ্চিত করতে দেবী শ্যামা বা মা কালী পৃথিবীতে আবির্ভূত হন। সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে মণ্ডপে প্রদীপ প্রজ্বালন ও রাতে দেবী কালীর পূজা অনুষ্ঠিত হবে। 

শ্যামাপূজার সন্ধ্যায় দেশের মন্দিরগুলো ও সনাতন সম্প্রদায়ের ঘরে ঘরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দীপাবলি উদযাপন করা হবে। এর আগে রোববার রাতে পালন করা হয় ভূতচতুর্দশী। ওইদিন রাতে সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের পূর্বপুরুষদের নামে ১৪টি প্রদীপ জ্বালিয়ে আত্মার শান্তি কামনা করে থাকেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শক্তি সম্প্রদায়ের প্রধান দেবী হলেন কালী, যিনি সংহার বা ধ্বংসের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। শুম্ভ-নিশুম্ভ নামের অসুর বধের সময় দেবী থেকে নির্গত অগ্নিরশ্মি তার দেহ কালো করে তোলে, তাই তার নাম হয় কালী। জগতের অশুভ শক্তিকে বিনাশ করে শুভশক্তিকে জাগ্রত করাই কালীপূজার মূল লক্ষ্য।

হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম।

কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তাঁরা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়া ইত্যাদি নামে পরিচিত। দীপাবলি অর্থ আলোর উৎসব। এ উৎসবের মূল বার্তা—অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়।

আই নিউজ/আরএ
 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়