Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫,   কার্তিক ৩০ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ২৩:০১, ১৩ নভেম্বর ২০২৫

আমরা কতটা অসুস্থ প্রজন্ম!

সিলেটে এক মেয়ের ব্যক্তিগত ছবি প্রকাশ: ভার্চ্যুয়ালি নিন্দার ঝড়

ছবি: দীপংকর দাশ দীপের ফেসবুকের টাইমলাইন থেকে সংগ্রহ করা।

ছবি: দীপংকর দাশ দীপের ফেসবুকের টাইমলাইন থেকে সংগ্রহ করা।

সম্প্রতি সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দীপ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে সম্পর্কিত এক মেয়ের ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়ে। মেয়েটির ছবি ভাইরাল করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু তথাকথিত টিকটকার। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা। বিষয়টি নিয়ে নিন্দার ঝড় বইছে ভার্চ্যুয়াল মাধ্যমে। 

জানা গেছে, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল এবং তারা সম্পর্কটি গোপন করেননি। তবে ছেলেটি কখনোই মেয়েটির মুখ প্রকাশ করেনি কারণ, সে জানত মেয়েটারও একটি ভবিষ্যৎ রয়েছে। কিন্তু তরুণটির মৃত্যুর পর কিছু অসচেতন ও নিকৃষ্ট মানসিকতার মানুষ শুধুমাত্র আইডির রিচ বা সস্তা জনপ্রিয়তা পাওয়ার আশায় মেয়েটির মুখসহ ছবি প্রকাশ করছেন।

এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন-

“আমরা কতটা অসুস্থ প্রজন্মে পরিণত হয়েছি! মেয়েটি এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। যার সঙ্গে সংসার করার স্বপ্ন ছিল, সেই মানুষটি আর বেঁচে নেই। অথচ তার ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দিয়ে মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে!”

সচেতন মহলের মতে, আমাদের সমাজ কখনোই কোনো মেয়েকে সারাজীবন অবিবাহিত থাকতে দেবে না। একসময় সমাজই তাকে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করবে। কিন্তু তখন এই ছবিগুলোই তার জীবনে বড় বাধা হয়ে দাঁড়াবে।

তারা আরও বলেন-

“কোনো মেয়ের সম্মান, মানসিক অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে এভাবে খেলা করা অমানবিক। কেবল কয়েকটি লাইক বা রিচ পাওয়ার আশায় এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ মানবতার চরম অপমান।”

শেষে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে-

“যারা এসব ছবি পোস্ট করেছেন আবেগে হোক বা জনপ্রিয়তার আশায়—দয়া করে এখনই সেগুলো মুছে ফেলুন। মেয়েটির মানসিক অবস্থা ও ভবিষ্যতের কথা ভেবে আর কেউ যেন এমন কাজ না করেন।”

লেখাটি সংগ্রহ ও সম্পাদনা করেছেন ডেইলি অবজারভারের সাংবাদিক রুপম আচার্য্য

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়