শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে তিনদফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের মানববন্ধন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষকদের অংশগ্রহণে মানববন্ধন। ছবি: আই নিউজ
মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী।
মানববন্ধনে বক্তারা বলেন, “সারাদেশে ৩৫ হাজার স্কুল-কলেজ মাদ্রাসা রয়েছে। তারমধ্যে মাত্র ৬১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আর বাকি সকল প্রতিষ্ঠান বেসরকারি, এমপিওভুক্ত। সরকারি চাকুরীজীবিরা প্রত্যেকে তাঁদের মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া বা ভাতা পেয়ে থাকেন। অথচ এতোদিন ধরে আমরা মাত্র ১ হাজার টাকা করে বাড়িভাড়া-ভাতা পাচ্ছি। আমরা শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে তিনদফা দাবির প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় উপজেলার শতাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মো. শামসুল আলম, দপ্তর সম্পাদক শিক্ষক আব্দুস সালাম, অর্থ সম্পাদক শিক্ষক মো. আব্দুল মোতালেব, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুল আবছার চৌধুরী বিজয়পুরী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি ফোরামের সভাপতি শেখ শিব্বির আহমদ, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, শিক্ষক মো. আবু আজম প্রমুখ।
আই নিউজ/আরএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার