Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ১ আগস্ট ২০২০

গুগলের নতুন আপডেটে পাসওয়ার্ড নিয়ে আর চিন্তা নেই

গুগল ক্রোমের নতুন একটি আপডেটে পাসওয়ার্ড নিয়ে নির্ভার থাকার সুযোগ আসছে। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্রোম অটোফিল ফিচারে বায়োমেট্রিক সুবিধা যোগ করা হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার জানিয়েছে, এই ফিচারটি আসলে আর পাসওয়ার্ড ম্যানেজার ঘরানার আলাদা নিরাপত্তা ব্যবস্থার দরকার পড়বে না। ফেইস আইডি কিংবা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

যেসব ব্যবহারকারী ক্রেডিট কার্ডে কেনাকাটা করেন, তাদের জন্য এটি বেশ নিরাপদ হবে। প্রথমবার ব্যবহারের সময় ম্যানুয়ালি সব তথ্য দিতে হবে। এরপর বায়োমেট্রিক পদ্ধতিতে কাজ করতে পারবেন।

এই একই পদ্ধতি রাখা হবে অন্য অনলাইন সেবার ক্ষেত্রে। ওয়েবপেজের সঙ্গে কয়েকটি অ্যাকাউন্টের লিস্ট করে লগইন করতে পারবেন।

এতদিন ব্রাউজারের অটোফিল ফাংশন বেশ ঝুঁকিপূর্ণ ছিল। অন্য কোনো ব্যক্তি ডিভাইস থেকে বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেন।

গুগল জানিয়েছে, নতুন ফিচারটি আসলে ফিশিংয়ের মতো বিপদ থেকেও ব্যবহারকারীরা সুরক্ষিত থাকবেন।

ম্যাক এবং উইন্ডোজে ইতিমধ্যে এই ফিচারটি আছে। কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ