Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ১১ জুন ২০২২

জ্বিনের আছর থেকে মুক্তি পেতে সাত বছরের শিশুকে ধর্ষণ

রংপুরে সাত বছরের শিশু ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া কাহারটারী গ্রামের মেজবাউল হক ঘুটু (২৮), তার বাবা আজহারুল ইসলাম (৫০) ও প্রতিবেশী সূর্যিনা বেগম (২২)। 

শনিবার (১১ জুন) দুপুরে নগরীর আলমনগরস্থ র‌্যাব-১৩ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

র‌্যাব অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুটু জানিয়েছে তার উপর জ্বিনের আছর ছিল বলে পরিবারের সদস্যরা বিশ্বাস করতো। এজন্য ঘুটু স্থানীয় বিভিন্ন হাতুড়ি চিকিৎসক ও কবিরাজের কাছে চিকিৎসা করিয়েছিল। একজন কবিরাজ ঘুটুকে জানায় ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে জ্বিনের আছর থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ অপবিশ্বাস ও কুসংস্কারের উপর ভিত্তি করে ঘুটু, তার বাবা ও সূর্যিনার সহযোগিতায় এ ধর্ষণের ঘটনা ঘটায়।

এ বিষয়ে আরও অধিকর তদন্ত চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। গ্রেপ্তারকৃত আসামিদের গঙ্গাচড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গত ২ জুন স্কুলে যাওয়ার পথে ওই শিশুর সাথে কাহারটারীর সূর্যিনা বেগমের দেখা হয়। এ সময় টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে সূর্যিনা স্কুল শেষে ওই শিশুকে তার বাড়িতে আসতে বলে। স্কুল শেষে শিশুটি সূর্যিনার বাড়িতে আসে। এ সময় সূর্যিনা তাকে মোবাইল ফোনে গান শোনায়, অশ্লীল ছবি দেখানোসহ নানা গল্প-গুজব করে ঘর থেকে বেরিয়ে যায়।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুপুর আড়াইটার দিকে সূর্যিনার ঘরে ঘুটু প্রবেশ করে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলেও সূর্যিনা ও ঘুটুর বাবা আজহারুল এগিয়ে আসেনি। পরবর্তীতে সূর্যিনা ও আজহারুলের সহযোগিতায় ঘুটু ওই শিশুকে তার বাড়িতে পাঠিয়ে দেয়।

এদিকে বাড়ি যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে শিশুটির মা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ৪ জুন শিশুটির বাবা গঙ্গাচড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়টি নিয়ে পুলিশের পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই এক পর্যায়ে শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ঘুটু, তার বাবা আজহারুল এবং সূর্যিনাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সূত্রঃ সমকাল

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ