Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৭, ১১ মার্চ ২০২৫
আপডেট: ১৭:৪৪, ২০ মার্চ ২০২৫

আউটকাম বেইজড এডুকেশন’ নিয়ে আইকিউএসি’র উদ্যেগে শাবিতে সেমিনার 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে 'Transforming Higher Education: Drivers and Challenges of OBE Curriculum' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২.০০ টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্‌বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উদ্‌বোধনী অনুষ্ঠানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তোমাদের ক্লাস উপভোগ করতে হবে এবং শেখার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। গ্রুপ করে পড়াশোনা করো, পারস্পরিক আলোচনা করো এবং কীভাবে ভালো সমাধানে পৌঁছানো যায় তা অন্বেষণ করো। ফলাফলভিত্তিক শিক্ষার নিজস্ব কিছু চ্যালেঞ্জ রয়েছে, সবাই মিলে এর সমাধান করতে হবে। আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি। 

কর্মশালায় শাবিপ্রবি'র রসায়ন বিভাগ, গণিত বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান বিভাগ, আর্কিটেকচার বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) থেকে স্নাতক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৪ (চার) জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু।

সাগর/আইনিউজ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়