শাবি প্রতিনিধি
আপডেট: ০৯:২৮, ৩ আগস্ট ২০২১
শাবিতে বিজ্ঞান ভিত্তিক ‘টেক্সিবিশন’ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবোআড্ডা ও বিজ্ঞানের জন্য ভালোবাসা 'Texhibition' নামে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অনলাইন প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। IEEE YESIST12 এর প্রিলিমিনারী রাউন্ড হিসাবে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
সোমবার (২ আগস্ট) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিজ্ঞানের জন্য ভালোবাসার সভাপতি ও রোবোআড্ডার সিও মিনহাজুল আবেদীন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে ১ লক্ষ টাকার বেশী প্রাইজমানি। আর সরাসরি IEEE YESIST12 গ্লোবাল ফাইনালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ, যেখানে ৩০টির বেশী দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে।
এই আয়োজনে প্রতিযোগীরা বয়সভিত্তিক দুটো ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।
- জুনিয়র আইন্সটাইন: এই ক্যাটাগরিতে ১২-১৭ বছর বয়সীরা (সাধারনত স্কুল-কলেজের শিক্ষার্থীরা) অংশ নিতে পারবে।
- ইনোভেশন চ্যালেঞ্জ: এই ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ নিতে পারবে।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিযোগিতায় অংশ নিতে কোনো রেজিস্ট্রেশন ফির প্রয়োজন নেই। এছাড়া প্রতিযোগীদের জন্য মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং প্রোগ্রাম, প্রিমিমাম কোর্স সহ অনেক প্রতিযোগিরা তাদের প্রজেক্টের আইডিয়া জমা দিয়ে ১৫ আগস্টের মধ্যে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে। এরপর ২০ আগস্টের মধ্যে প্রজেক্টের ভিডিও জমা দিতে হবে। তারপর অভিজ্ঞ মেন্টররা ৫ দিন ব্যাপী একটি ভার্চুয়াল বুটক্যাম্পের মাধ্যমে প্রতিযোগীদের প্রজেক্ট আরো উন্নত করতে সাহায্য করবে। এরপর প্রতিযোগীরা জুরি বোর্ডের সামনে তাদের প্রজেক্ট উপস্থাপন করবে এবং ৩০ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে। যেখানে দেশের খ্যাতনামা প্রযুক্তি সংশ্লিষ্ঠ ব্যাক্তিরা উপস্থিত থাকবে।
উল্লেখ্য, রোবোআড্ডা বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের অন্যতম বড় কমিউনিটি প্লাটফর্ম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার নিয়মিত শিক্ষার্থী ও কর্মজীবীরা রোবোটিক্স, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, থ্রিডি ডিজাইন, সার্কিট ডিজাইন ইত্যাদি শিখছে। তারা আগ্রহীদের জন্য নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা ও অ্যাডভ্যান্স টেকনোলজির উপরে ওয়ার্কশপ আয়োজন করছে। যেটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটা অন্যতম বড় সুযোগ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তিপ্রেমীদের অংশগ্রহন বড় ভুমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।
রেজিস্ট্রেশন করতে বা আরো জানতে https://roboadda.com.bd/texhibition/ এই এড্রেসে ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক