জি এম ইমরান
আপডেট: ২১:১৯, ১২ আগস্ট ২০২১
বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠে: ভিসি ইলিয়াস উদ্দিন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের বিদ্যার আলয় বা বাড়ি যে বাড়ি থেকে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা পরিপূর্ণ মানুষ হয়ে উঠে। এজন্য বিশ্ববিদ্যালয়কালীন সময়টাকে শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ভিসি প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এসময় নবীন শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং প্রধান অতিথিসহ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণকারী সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে আন্তরিক ধ্যনবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ এ্যক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মিসবাহ উদ্দিন আহমেদ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন এনইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর হেনা সিদ্দিকী, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও ড. আহমদ আল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মিসবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের এ্যটিচিউড, নলেজ ও স্কিল এই তিনটি বিষয়কে মাথায় রেখে জীবনের স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহবান জানান। তিনি বলেন, আজকের তরুণরা জ্ঞান অর্জনে প্রয়োজনীয় তথ্যাদি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই পেয়ে যাচ্ছে। শুধু বিষয়কে ভালোবেসে শ্রম দিলে জীবনে সফল্য অর্জন সম্ভব। তিনি শোকাবহ আগস্টে আমাদের জাতির পিতাসহ সকল শহিদের আত্মার মাগফেরাতও কামনা করেন।
এর আগে, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা ও শামিম আল আজিজ লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক।
এরপর, নবীণ শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের রুবাইয়া ফজলূ জিশা, ইংরেজি বিভাগের মুনতাকিম মুবিন, আইন ও বিচার বিভাগের তানজিনা আক্তর সারা এবং সিএসই বিভাগের নুসরাত জাহান সিরাজী। পরবর্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক, ডীন ও বিভাগীয় প্রধানগণ নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।
উল্লেখ্য উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক