নিজস্ব প্রতিনিধি
আপডেট: ১৯:৩০, ১৬ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ভালোবেসেছিলেন: ভিসি ইলিয়াস উদ্দীন বিশ্বাস

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বাঙালী হিসেবে বঙ্গবন্ধু ও নেতাজী সুভাস চন্দ্র বসুর মধ্যে বিভিন্ন সামাঞ্জস্য উল্লেখ করে বলেন, নেতাজী সুভাস চন্দ্র বসু যেমন বাংলা ও বাঙালীকে ভালোবাসতেন তেমনি বঙ্গবন্ধুও বাঙালী জাতিকে ভালোবেসেছেন।
জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) এনইউবি আয়োজিত এক ভার্চুয়াল দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্য ভিসি মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এসময় আরো বলেন, শৈশব থেকে বঙ্গবন্ধু মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং এ জন্যই গণ-মানুষ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভুষিত করেছে। তিনি ছিলেন সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালী। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর মো. হেনা সিদ্দিকী উপস্থিত ছিলেন। এর আগে, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহাজাদা আল সাদিকের সঞ্চলনায় অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের প্রবন্ধ ‘বঙ্গবন্ধুর জীবনে নেতাজী সুভাস চন্দ্র বসুর প্রভাব’ থেকে নির্বাচিত অংশ পাঠ করেন অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী এবং পঠিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন পরীক্ষা নিয়ন্ত্রক শামস্ এলাহী রাসেল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ ও সোস্যাল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ডাঃ রঞ্জিৎ কুমার দে।
আলোচনায় প্রধান অতিথি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন সময়ে তাঁর সাক্ষাতের স্মৃতি চারণ করে বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নাই কিন্তু তিনি আমাদের একটি দেশ দিয়ে গেছেন যা একমাত্র বাঙালীর এবং বাঙালী জাতির। বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ অত্যন্ত সফলভাবে উন্নতীর দিকে এগিয়ে যাচ্ছে। তিনি সবাইকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার আহবান জানান।
এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী এসময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ই আগস্টের বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদ এবং স্বাধীনতার সকল বীর শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি প্রফেসর মো. হেনা সিদ্দিকী অনুষ্ঠানে পঠিত প্রবন্ধ থেকে বঙ্গবন্ধুর জীবনের শৈশবকাল এবং তাঁর জীবনে নেতাজী সুভাস চন্দ বসু ও তৎকালীন বিশিষ্ট ব্যক্তিদের প্রভাব সম্পর্কে অবগত হতে পেরেছেন বলে জানান এবং এ জন্য তিনি উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া, বাঙালী জাতি বঙ্গবন্ধুর ত্যাগ, আদর্শ ও দেশ প্রেম ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
আলোচনা শেষে ভার্চুয়ালী দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী। উক্ত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক