Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২১

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি

বিসিএস প্রিলিতে পাস করা একদম সহজও নয়, আবার খুব কঠিনও নয়। প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে টিকিয়ে রাখা সম্ভব।

তাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ভূগোল, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১. মাইক্রো প্রসেসরের কাজ কী?

ক. তথ্য ইনপুট দেওয়া খ. তথ্য সংরক্ষণ করা

গ. তথ্য মুদ্রণ করা ঘ. তথ্য প্রক্রিয়াকরণ করা

সঠিক উত্তর: ঘ. তথ্য প্রক্রিয়াকরণ করা

২. ভূমিকম্পনের ফলে সৃষ্ট সমুদ্রঢেউ কী নামে পরিচিত?

ক. সিডর খ. গর্জন গ. সুনামি ঘ. আইলা

সঠিক উত্তর: গ. সুনামি

৩. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয়?

ক. মাদারবোর্ড খ. লজিক ইউনিট

গ. মনিটর ঘ. কন্ট্রোল ইউনিট

সঠিক উত্তর: ক. মাদারবোর্ড

৪. শুষ্ক ও ঠান্ডা বায়ু কোনটি?

ক. মেরুবায়ু খ. মৌসুমি বায়ু

গ. পশ্চিমা বায়ু ঘ. অয়নবায়ু

সঠিক উত্তর: ক. মেরুবায়ু

৫. নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?

ক. প্রসেসর খ. পাওয়ার সাপ্লাই

গ. পেন ড্রাইভ ঘ. ভি.জি.এ কার্ড

সঠিক উত্তর: গ. পেন ড্রাইভ   

৬. বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কোনটি?

ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক

গ. ভৌগোলিক ঘ. গঠনগত

সঠিক উত্তর: গ. ভৌগোলিক   

৭. কোনটি তথ্য অধিকার আইনের আওতামুক্ত?

ক. নাগরিকের অধিকার খ. নাগরিকের কর্তব্য

গ. শিক্ষানীতি ঘ. জাতীয় নিরাপত্তাবিষয়ক তথ্য

সঠিক উত্তর:  ঘ. জাতীয় নিরাপত্তাবিষয়ক তথ্য

৮. মন্ট্রিল প্রটোকলের মূল বিষয়বস্তু কী ছিল?

ক. গ্রিনহাউস গ্যাস খ. ওজনস্তর রক্ষা

গ. শব্দদূষণ রোধ ঘ. পানিদূষণ রোধ

সঠিক উত্তর: খ. ওজনস্তর রক্ষা

৯. বায়ুর কোন উপাদানটি সূর্যের তাপ ধরে রাখে?

ক. O₃ খ. CH₄ গ. N₂ ঘ. CO₂

সঠিক উত্তর: ঘ. CO₂

১০. ‘কম্পিউটার বাগ’ কী?

ক. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল

খ. হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল

গ. হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর: ক. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল

১১. পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে কোনটি?

ক. পানিসম্পদ খ. খনিজসম্পদ

গ. মৃত্তিকাসম্পদ ঘ. বনজসম্পদ

সঠিক উত্তর: ঘ. বনজসম্পদ

১২. কম্পিউটার চালু বা পুনঃচালু করার প্রক্রিয়াকে কী বলে?

ক. Boot খ. BIOS গ. Cache ঘ. Bus

সঠিক উত্তর: ক. Boot  

১৩. ই-বুক কোন ধরনের কনটেন্ট?

ক. ছবি খ. এনিমেশন গ. অডিও ঘ. টেক্সট 

সঠিক উত্তর: ঘ. টেক্সট 

১৪. বরেন্দ্র ভূমি হলো-

ক. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি

খ. টারশিয়ারী যুগের পাহাড়

গ. প্লাইস্টোসিনকালের সোপান

ঘ. পাদদেশীয় পালল সমভূমি

সঠিক উত্তর: গ. প্লাইস্টোসিনকালের সোপান

১৫. সুইচ অন করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কোনটি দেখে?

ক. র‌্যাম স্পেস খ. হার্ডডিস্ক স্পেস

গ. স্টার্টআপ ডিস্ক ঘ. টাইম

সঠিক উত্তর: ক. র‌্যাম স্পেস

১৬. মরুকরণের জন্য কোনটি দায়ী?

ক. পানি দূষণ খ. বায়ু দূষণ

গ. মাটি দূষণ ঘ. জৈব দূষণ

সঠিক উত্তর: গ. মাটি দূষণ 

১৭. মাউসে কোন User Interface সিস্টেমটি ব্যবহৃত হয়?

ক. MUI খ. GUL গ. LUI ঘ. EUI

সঠিক উত্তর:  খ. GUL

১৮. বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চল কোনটি?

ক. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল খ. মধ্য অঞ্চল

গ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘ. দক্ষিণাঞ্চল

সঠিক উত্তর:  ক. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল

১৯. Android কী?

ক. একটি ভাইরাস

খ. মোবাইল অপারেটিং সিস্টেম

গ. একটি মোবাইল কোম্পানি

ঘ. একটি মোবাইল নেটওয়ার্ক

সঠিক উত্তর:  খ. মোবাইল অপারেটিং সিস্টেম

২০. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল-

ক. হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ

খ. আসামের নাগা-মনিপুর পাহাড়

গ. আসামের লুসাই পাহাড়ে

ঘ. হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবব

সঠিক উত্তর: ঘ. হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবব

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ