Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২১

৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: সাধারণ বিজ্ঞান

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১. ‘বিগ ব্যাঙ’ তত্ত্বের গ্রহণযোগ্য ব্যাখ্যা প্রদান করেন কে?

ক. জি. লেমেটার খ. এডুইন হাবল

গ. আইজ্যাক নিউটন ঘ. স্টিফেন হকিং

সঠিক উত্তর: ঘ. স্টিফেন হকিং

২. পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের ধারণা প্রদান করেন কে?

ক. ডাল্টন খ. বোর

গ. রাদারফোর্ড ঘ. থমসন

সঠিক উত্তর: গ. রাদারফোর্ড

৩. কোনো ধাতব পৃষ্ঠে আলো পড়লে তা থেকে ইলেকট্রন নির্গত হয়। এ ঘটনাকে কী বলা হয়?

ক. ফটোতড়িৎ ক্রিয়া খ. আপেক্ষিকতা

গ. তরঙ্গ তত্ত্ব ঘ. কম্পটন ক্রিয়া

সঠিক উত্তর: ক. ফটোতড়িৎ ক্রিয়া

৪. দই-এ কোন এসিড বিদ্যমান?

ক. অক্সালিক এসিড খ. টারটারিক এসিড

গ. ল্যাকটিক এসিড ঘ. সাইট্রিক এসিড

সঠিক উত্তর: গ. ল্যাকটিক এসিড

৫. ‘কৃষ্ণবিবর’ শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে?

ক. জন হুইলার খ. জর্জ গ্যামোর

গ. জর্জ লেমিটার ঘ. স্টিফেন হকিং

সঠিক উত্তর:  ক. জন হুইলার

৬. কীসের প্রভাবে খাদ্যের জটিল উপাদানগুলো ভেঙে দেহে গ্রহণযোগ্য সরল উপাদানে পরিণত হয়?

ক. রক্ত খ. হরমোন

গ. এনজাইম ঘ. রক্তরস

সঠিক উত্তর: গ. এনজাইম

৭. কখন জোয়ার অত্যন্ত প্রবল হয়?

ক. চাঁদ ও সূর্য ৪৫০ কোণে থাকলে

খ. চাঁদ ও সূর্য ৬০০ কোণে থাকলে

গ. চাঁদ ও সূর্য ৯০০ কোণে থাকলে

ঘ. চাঁদ ও সূর্য ১৮০০ কোণে থাকলে

সঠিক উত্তর: ঘ. চাঁদ ও সূর্য ১৮০০ কোণে থাকলে

৮. তড়িৎ প্রবাহের একক কোনটি?

ক. ওহম খ. ভোল্ট গ. অ্যাম্পিয়ার ঘ. ক্যান্ডেলা

সঠিক উত্তর: গ. অ্যাম্পিয়ার

৯. রূপান্তরিত শিলা কোনটি?

ক. কেওলিন খ. গ্রাফাইট

গ. বেলেপাথর ঘ. গ্রানাইড

সঠিক উত্তর: খ. গ্রাফাইট

১০. প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে কোন কলা বা টিস্যুটি ভূমিকা পালন করে?

ক. আবরণী কলা খ. যোজক কলা

গ. পেশি কলা ঘ. স্নায়ু কলা

সঠিক উত্তর: গ. পেশি কলা

১১. ভূমিকম্পের সঙ্গে কোনটি ঘটার আশঙ্কা থাকে?

ক. বন্যা খ. জলোচ্ছ্বাস

গ. সুনামি ঘ. অগ্ন্যুৎপাত

সঠিক উত্তর: গ. সুনামি

১২. কোন ব্যাকটেরিয়া পাট পচিয়ে আঁশ পৃথক করে?

ক. Lactobacillus খ. Clostridium

গ. Ayotobacter ঘ. Nitrosomonas

সঠিক উত্তর: খ. Clostridium

১৩. ‘পিসিকালচার’ কী?

ক. হাঁস-মুরগি পালন খ. মৌমাছি পালন

গ. মৎস্য চাষ ঘ. রেশম চাষ

সঠিক উত্তর: গ. মৎস্য চাষ

১৪. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

ক. শূন্য মাধ্যমে খ. কঠিন মাধ্যমে

গ. তরল মাধ্যমে ঘ. বায়বীয় মাধ্যমে

সঠিক উত্তর: খ. কঠিন মাধ্যমে

১৫. মানবদেহের কঙ্কালতন্ত্র মোট কতটি অস্থি নিয়ে গঠিত?

ক. ২০১ খ. ২০৩ গ. ২০৪ ঘ. ২০৬

সঠিক উত্তর: ঘ. ২০৬

১৬. ইন্টিগ্রেটেড সার্কিটের বৈশিষ্ট্য নয় কোনটি?

ক. ক্ষুদ্রাকৃতি খ. বিদ্যুৎ সাশ্রয়ী

গ. স্বল্পদাম ঘ. মেরামত যোগ্য

সঠিক উত্তর: ঘ. মেরামত যোগ্য

১৭. রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসাবে কী ব্যবহার করা হবে?

ক. ইউরেনিয়াম খ. প্রাকৃতিক গ্যাস গ. বায়োগ্যাস ঘ. কয়লা

সঠিক উত্তর: ঘ. কয়লা

১৮. ইথানলে বিষাক্ত মিথানল যোগ করে মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয় কেন?

ক. পানের যোগ্য এবং শুল্কমুক্ত করার জন্য

খ. পানের অযোগ্য ও শুল্কমুক্ত করার জন্য

গ. উৎকৃষ্ট দ্রাবক তৈরি করার জন্য

ঘ. দামে সস্তা বার্নিশের দ্রাবক তৈরির জন্য

সঠিক উত্তর: খ. পানের অযোগ্য ও শুল্কমুক্ত করার জন্য

১৯. কোনটির অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে?

ক. লৌহ খ. সালফার গ. ফসফরাস ঘ. পটাসিয়াম

সঠিক উত্তর: গ. ফসফরাস

২০. অটিস্টিক শিশুদের অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপনে সমস্যা দেখা দেয় কেন?

ক. ভাষাগত অসুবিধার কারণে

খ. অন্যের প্রতি মনোযোগী নয় বলে

গ. কথা শুনতে পায় না বলে

ঘ. নিজস্ব নিয়মের মধ্যে চলে বলে

সঠিক উত্তর: ক. ভাষাগত অসুবিধার কারণে

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ