আইনিউজ ডেস্ক
আপডেট: ২০:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২১
৪৩তম বিসিএস প্রস্তুতি: ভূগোল, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

ফাইল ছবি
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ভূগোল, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
০১. বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি?
ক. ডিফারেন্স ইঞ্জিন খ. অ্যাবাকাস
গ. এনালগ ক্যালকুলেটর ঘ. এনালিটিক্যাল ইঞ্জিন
সঠিক উত্তর: খ. অ্যাবাকাস
০২. HTML কী?
ক. ওয়েব ব্রাউজার খ. ডেটা উপস্থাপনের ভাষা
গ. প্রোগ্রামিং ভাষা ঘ. ডেটাবেজ ভাষা
সঠিক উত্তর: খ. ডেটা উপস্থাপনের ভাষা
০৩. ‘বেবা অন্তরীপ’ কোন দেশে অবস্থিত?
ক. আর্জেন্টিনা খ. দক্ষিণ আফ্রিকা গ. ভারত ঘ. তুরস্ক
সঠিক উত্তর: ঘ. তুরস্ক
০৪. In MS Word, which of the following function key activates the spell checking?
ক. F5 খ. F7 গ. F9 ঘ. F11
সঠিক উত্তর: খ. F7
০৫. হিমালয় কোন ধরনের পর্বত?
ক. আগ্নেয় খ. ল্যাকোলিথ
গ. ভঙ্গিল ঘ. চ্যুতিস্তূপ
সঠিক উত্তর: গ. ভঙ্গিল
০৬. নিচের কোন কোডটি বাংলাদেশের টপ লেভেল ডোমেইন নির্দেশ করে?
ক. .gov খ. .org
গ. .bd ঘ. .com
সঠিক উত্তর: গ. .bd
০৭. একটি তথ্যের সঙ্গে অন্য তথ্যকে ইন্টারনেটে সম্পর্কযুক্ত করাকে কী বলে?
ক. Lookup খ. Hyperlink
গ. OLE Object ঘ. Wizard
সঠিক উত্তর: খ. Hyperlink
০৮. বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে?
ক. সন্দ্বীপ খ. মহেশখালী
গ. নিঝুম দ্বীপ ঘ. কুতুবদিয়া
সঠিক উত্তর: খ. মহেশখালী
০৯. নিচের কোন মেমোরিতে সবচেয়ে দ্রুত অ্যাকসেস করা যায়?
ক. Magnetic Memory খ. Hard Disk
গ. Cache Memory ঘ. Magnetic Bubble
সঠিক উত্তর: গ. Cache Memory
১০. অনলাইনে জমিজমার তথ্য সংগ্রহের পদ্ধতিকে কী বলা হয়?
ক. ই-ল্যান্ড খ. ই-পুর্জি
গ. ই-পর্চা ঘ. ই-কমার্স
সঠিক উত্তর: গ. ই-পর্চা
১১. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?
ক. কীটনাশক ব্যবহার খ. বৃক্ষনিধন
গ. মহামারি ঘ. জলাভূমি ভরাট
সঠিক উত্তর: গ. মহামারি
১২. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
ক. ই-মেইল খ. ইন্টারকম
গ. ইন্টারনেট ঘ. ইন্টারসিড
সঠিক উত্তর: গ. ইন্টারনেট
১৩. টর্নেডোর তাণ্ডব বেশি হয় কেন?
ক. গতির কারণে খ. আবর্তনের কারণে
গ. দীর্ঘস্থায়িত্বের কারণে
ঘ. বিধ্বংসী শক্তির কারণে
সঠিক উত্তর: ঘ. বিধ্বংসী শক্তির কারণে
১৪. নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয়-
ক. মাউস খ. কি-বোর্ড
গ. মনিটর ঘ. পাওয়ার পয়েন্ট
সঠিক উত্তর: ঘ. পাওয়ার পয়েন্ট
১৫. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক. প্রক্সিমা সেন্টারাই খ. লুব্ধক
গ. ধ্রুবতারা ঘ. শ্বেত বামন
সঠিক উত্তর: খ. লুব্ধক
১৬. মডেম একটি-
ক. কনভারশন টুল খ. পাওয়ার কানেকশন টুল
গ. অপটিক্যাল ফাইবার ঘ. রিলে মেশিন
সঠিক উত্তর: ক. কনভারশন টুল
১৭. URL-এর পূর্ণরূপ কি?
ক. Universal Reform Locator
খ. Universal Reverse Locator
গ. Uniform Resource Locator
ঘ. Uniform Reverse Locator
সঠিক উত্তর: গ. Uniform Resource Locator
১৮. নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক. মাউস খ. স্ক্যানার
গ. জয়স্টিক ঘ. প্লটার
সঠিক উত্তর: ঘ. প্লটার
১৯. দুর্যোগ মোকাবিলার জন্য সাড়াদান কার্যক্রম শুরু হয় কখন?
ক. দুর্যোগ শুরুর আগে খ. দুর্যোগকালীন সময়ে
গ. দুর্যোগের পরে ঘ. যে কোনো সময়
সঠিক উত্তর: ক. দুর্যোগ শুরুর আগে
২০. হটস্পট কী?
ক. তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
খ. নির্দিষ্ট উত্তপ্ত এলাকা
গ. তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা
ঘ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
সঠিক উত্তর: ক. তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক