Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ২৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:১৭, ২৮ সেপ্টেম্বর ২০২১

৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: বাংলাদেশ বিষয়াবলি

আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলি থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?

ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫

সঠিক উত্তর: গ. ১৯৭৪

২. একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?

ক. ৫ জানুয়ারি, ২০১৮ খ. ২৯ ডিসেম্বর, ২০১৮

গ. ৩০ ডিসেম্বর, ২০১৮ ঘ. ৩১ ডিসেম্বর, ২০১৮

সঠিক উত্তর: গ. ৩০ ডিসেম্বর, ২০১৮

৩. রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করিবার পর কত দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন?

ক. ৭ দিন খ. ১০ দিন গ. ১২ দিন ঘ. ১৫ দিন

সঠিক উত্তর: ঘ. ১৫ দিন

৪. অ.স-২০১৯ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?

ক. ৭১.৮ বছর খ. ৭২.০ বছর গ. ৭২.২ বছর ঘ. ৭২.৩ বছর

সঠিক উত্তর: খ. ৭২.০ বছর

৫. বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কী?

ক. সৈয়দ মাহমুদ হোসেন খ. কেএম নুরুল হুদা

গ. আনিসুল হক ঘ. এ এম আমিন উদ্দিন

সঠিক উত্তর: 

৬. সংসদীয় গণতন্ত্রে ‘বিকল্প সরকার’ বলা হয় কাকে?

ক. মন্ত্রিসভা খ. শাসন বিভাগ

গ. বিচার বিভাগ ঘ. বিরোধী দল

সঠিক উত্তর: ঘ. বিরোধী দল

৭. ‘রাজবংশী’ উপজাতিরা কোথায় বসবাস করে?

ক. রংপুর খ. বান্দরবান গ. রাঙ্গামাটি ঘ. খাগড়াছড়ি

সঠিক উত্তর: ক. রংপুর

৮. ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি বাংলা কত তারিখ ছিল?

ক. ৮ ফাল্গুন খ. ১০ ফাল্গুন গ. ১১ ফাল্গুন ঘ. ১২ ফাল্গুন

সঠিক উত্তর: ক. ৮ ফাল্গুন

৯. সংবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে কত বছরের মেয়াদে তার পদে অধিষ্ঠিত থাকবেন?

ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭

সঠিক উত্তর:  খ. ৫

১০. ‘সাংগ্রাই’ উৎসব কাদের?

ক. খিয়াং খ. তঞ্চঙ্গ্যা গ. ত্রিপুরা ঘ. মারমা

সঠিক উত্তর: ঘ. মারমা

১১. প্রাচীনকালে ‘বরিশাল’ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

ক. চন্দ্রদ্বীপ খ. হরিকেল গ. পুন্ড্র– ঘ. সমতট

সঠিক উত্তর: ক. চন্দ্রদ্বীপ

১২. পঞ্চম আদমশুমারি অনুসারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

ক. ১.৩১% খ. ১.৩৪% গ. ১.৩৭% ঘ. ১.৩৯%

সঠিক উত্তর: গ. ১.৩৭%

১৩. একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল কোনটি?

ক. বিএনপি খ. জাতীয় পার্টি

গ. আওয়ামী লীগ ঘ. জাসদ

সঠিক উত্তর: খ. জাতীয় পার্টি

১৪. প্রধান নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান কে?

ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী

গ. প্রধান বিচারপতি ঘ. স্পিকার

সঠিক উত্তর: গ. প্রধান বিচারপতি

১৫. বাংলাদেশের কোন উপজাতিদের ধর্ম ইসলাম?

ক. সাঁওতাল খ. পাঙন গ. চাকমা ঘ. মণিপুরী

সঠিক উত্তর: খ. পাঙন

১৬. নির্বাচিত সংসদ সদস্যকে সংসদের প্রথম অধিবেশন থেকে কতদিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয়?

ক. ৩০ দিন খ. ৪৫ দিন গ. ৯০ দিন ঘ. ৬০ দিন

সঠিক উত্তর:  গ. ৯০ দিন

১৭. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?

ক. নাজমুন আরা সুলতানা খ. কানিজ ফাতেমা রোকসানা

গ. সৈয়দা সাজেদা চৌধুরী ঘ. বেগম রাজিয়া বানু

সঠিক উত্তর: ঘ. বেগম রাজিয়া বানু

১৮. মাতৃতান্ত্রিক উপজাতি কারা?

ক. লুসাই খ. গারো গ. পাংখোয়া ঘ. হাজং

সঠিক উত্তর: খ. গারো

১৯. ঐতিহাসিক ৬ দফা দাবির প্রথম দফাটি কী ছিল?

ক. ধর্মনিরপেক্ষতা খ. বাংলাকে রাষ্ট্রভাষা

গ. প্রাদেশিক স্বায়ত্তশাসন ঘ. বিনিময়যোগ্য পৃথক মুদ্রা

সঠিক উত্তর: গ. প্রাদেশিক স্বায়ত্তশাসন

২০. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে এ পর্যন্ত কতবার নির্বাচিত হয়েছে?

ক. নবম খ. দশম গ. একাদশ ঘ. দ্বাদশ

সঠিক উত্তর: ক. নবম

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ