আইনিউজ ডেস্ক
আপডেট: ১৪:৪০, ৩ অক্টোবর ২০২১
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

প্রতীকী ছবি
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন’ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
ক. অনুচ্ছেদ ১৩ খ. অনুচ্ছেদ ১৮
গ. অনুচ্ছেদ ২০ ঘ. অনুচ্ছেদ ২৫
সঠিক উত্তর: খ. অনুচ্ছেদ ১৮
২. মূল্যবোধ দৃঢ় হয়-
ক. শিক্ষার মাধ্যমে খ. সুশাসনের মাধ্যমে
গ. ধর্মের মাধ্যমে ঘ. গণতন্ত্র চর্চার মাধ্যমে
সঠিক উত্তর: ক. শিক্ষার মাধ্যমে
৩. কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
ক. হ্যারল্ড উইলসন খ. এডওয়ার্ড ওসবর্ন উইলসন
গ. জন স্টুয়ার্ট মিল ঘ. ইমানুয়েল কান্ট
সঠিক উত্তর: ঘ. ইমানুয়েল কান্ট
৪. আইনের যথাযথ প্রয়োগের ফলে কিরূপ সমাজ গড়ে ওঠে?
ক. সাম্য ও ভাতৃত্বপূর্ণ খ. অসাম্য
গ. সাম্প্রদায়িক ঘ. সত্যনিষ্ঠ
সঠিক উত্তর: ক. সাম্য ও ভাতৃত্বপূর্ণ
৫. কিসের অভাবে বিচার পরিণত হয় প্রহসনে?
ক. শৃঙ্খলাবোধ খ. ন্যায়বিচার গ. আইন ঘ. প্রথা
সঠিক উত্তর: খ. ন্যায়বিচার
৬. কিসের প্রেক্ষাপটে সুশাসনের ধারণাকে গুরুত্বপূর্ণ করে তোলা হয়?
ক. ন্যায়বিচার খ. মূল্যবোধ প্রতিষ্ঠা
গ. উন্নয়ন ঘ. শৃঙ্খলাবোধ
সঠিক উত্তর: গ. উন্নয়ন
৭. ‘সবার উপরে আইন’- কথাটির অর্থ-
ক. আইনের গতিশীলতা খ. আইনের প্রয়োগ
গ. আইনের শাসন ঘ. আইনের প্রাধান্য
সঠিক উত্তর: ঘ. আইনের প্রাধান্য
৮. সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?
ক. আইনের কার্যকারিতা বাড়ানো খ. গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ
গ. স্থানীয় সমস্যা মোকাবিলা ঘ. অসাম্প্রদায়িকতা
সঠিক উত্তর: খ. গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ
৯. আমলাতন্ত্রের প্রবর্তক কে?
ক. ম্যাক্স ওয়েবার খ. কার্ল মার্কস
গ. এমিল ডুর্খেইম ঘ. রবার্ট মিচেলস
সঠিক উত্তর: ক. ম্যাক্স ওয়েবার
১০. কিসের প্রভাবে মানুষ শৃঙ্খলার পরিপন্থি কোনো কাজ করে না?
ক. নৈতিকতা খ. মূল্যবোধ গ. আইনের শাসন ঘ. আইন প্রণয়ন
সঠিক উত্তর: ক. নৈতিকতা
১১. সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
ক. যৌক্তিকতা খ. সহনশীলতা
গ. প্রজ্ঞা ঘ. ব্যক্তিত্ব
সঠিক উত্তর: খ. সহনশীলতা
১২. মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে কী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. দিক নির্দেশক খ. অভিভাবক
গ. বন্ধু ঘ. আদালত
সঠিক উত্তর: ক. দিক নির্দেশক
১৩. ধর্মীয় ঐতিহ্য, বিশ্বাস, গ্রন্থচর্চা প্রভৃতি থেকে কোন মূল্যবোধ সৃষ্টি হয়?
ক. ধর্মীয় মূল্যবোধ খ. নৈতিক মূল্যবোধ
গ. রাজনৈতিক মূল্যবোধ ঘ. সামাজিক মূল্যবোধ
সঠিক উত্তর: ক. ধর্মীয় মূল্যবোধ
১৪. ‘Red Tapism’ বা ‘লাল ফিতার দৌরাত্ম্য’ এর সঙ্গে সম্পর্কিত কোনটি?
ক. স্থানীয় প্রশাসন খ. কেন্দ্রীয় প্রশাসন
গ. আমলাতন্ত্র ঘ. সমাজতন্ত্র
সঠিক উত্তর: গ. আমলাতন্ত্র
১৫. জাগ্রত বিবেকের ফসল কোনটি?
ক. সময়নিষ্ঠা খ. অধিকার অসচেতনতা
গ. স্বার্থপরতা ঘ. অনৈতিকতা
সঠিক উত্তর: ক. সময়নিষ্ঠা
১৬. ‘The Web of Government’ গ্রন্থটি কার লেখা?
ক. ব্রাইস খ. লিকক গ. ডাইসি ঘ. ম্যাকাইভার
সঠিক উত্তর: ঘ. ম্যাকাইভার
১৭. মূল্যবোধের পরিবর্তন ঘটে কেন?
ক. সামাজিক পরিবর্তনের ফলে খ. রাজনৈতিক পরিবর্তনের ফলে
গ. নৈতিকতার পরিবর্তনের ফলে ঘ. অর্থনৈতিক পরিবর্তনের ফলে
সঠিক উত্তর: ক. সামাজিক পরিবর্তনের ফলে
১৮. কোনো দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে কী উন্নত হয়?
ক. আইন ব্যবস্থা খ. ধর্মীয় ব্যবস্থা
গ. অর্থনৈতিক ব্যবস্থা ঘ. সামাজিক ব্যবস্থা
সঠিক উত্তর: ক. আইন ব্যবস্থা
১৯. সামাজিক মূল্যবোধ জাতীয় সত্তার কী হিসাবে পরিগণিত হয়?
ক. অন্তরায় খ. পরিপূরক
গ. দর্পণ ঘ. সহায়ক
সঠিক উত্তর: গ. দর্পণ
২০. ‘বাধ্যতাপ্রসূত নৈতিকতা’-এর প্রবক্তা কে?
ক. পিয়াজে খ. স্কিনার গ. মেন্ডেল ঘ. ফ্রয়েড
সঠিক উত্তর: ক. পিয়াজে
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩