আইনিউজ ডেস্ক
৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: বাংলা

ফাইল ছবি
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘বাংলা’ বিষয় থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১। ভাষার পার্থক্য ও পরিবর্তন কীভাবে ঘটে?
ক) দেশ ও কালভেদে খ) দেশ, কাল ও পরিবেশভেদে
গ) দেশ, কাল ও গ্রামভেদে ঘ) দেশ, কাল ও শিক্ষাভেদে
সঠিক উত্তর: খ) দেশ, কাল ও পরিবেশভেদে
২। নিচের কোনটি পারিভাষিক শব্দ নয়?
ক) ফাইনাল খ) বেতার গ) প্রশিক্ষণ ঘ) সমীকরণ
সঠিক উত্তর: ক) ফাইনাল
৩। চন্দ্রবিন্দু (ঁ ) প্রতীকটি কিসের অনুনাসিকতার দ্যোতনা করে?
ক) পরবর্তী ব্যঞ্জনধ্বনির খ) পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির গ) পরবর্তী স্বরধ্বনির ঘ) পূর্ববর্তী স্বরধ্বনির
সঠিক উত্তর: গ) পরবর্তী স্বরধ্বনির
৪। অপিনিহিতির উদাহরণ কোনটি?
ক) তুলা > তুলো খ) ক্লিপ > কিলিপ গ) শুনিয়া > শুনে ঘ) আজি > আইজ
সঠিক উত্তর: ঘ) আজি > আইজ
৫। স্বভাবতই ‘ষ’ ব্যবহৃত হয়েছে কোন শব্দটিতে?
ক) মানুষ খ) পরিষ্কার গ) বর্ষা ঘ) চক্ষুষ্মান
সঠিক উত্তর: ক) মানুষ
৬। ‘পর্যন্ত’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) পর্য + অন্ত খ) পর + যন্ত গ) পরি + যন্ত ঘ) পরি + অন্ত
সঠিক উত্তর: ঘ) পরি + অন্ত
৭। আলাদা আলাদা শব্দে পুরুষ ও স্ত্রীবাচকতা বুঝিয়েছে নিচের কোন শব্দ যুগলে?
ক) বাবা-মা খ) বোন পো-বোন ঝি
গ) কর্মী-মহিলা কর্মী ঘ) জেলে-জেলে বউ
সঠিক উত্তর: ক) বাবা-মা
৮। শব্দের আদি স্বরের পরিবর্তন করে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ক) মারামারি খ) মিটমাট গ) রীতিনীতি ঘ) ছোট-বড়
সঠিক উত্তর: খ) মিটমাট
৯। পূরণবাচক সংখ্যা কোনটি?
ক) ৩ খ) তিন গ) তৃতীয় ঘ) তেসরা
সঠিক উত্তর: গ) তৃতীয়
১০। তেলাপোকাকে ভয় পাই– বাক্যটি কোন কারকের উদাহরণ?
ক) কর্তৃকারক খ) কর্মকারক গ) করণকারক ঘ) অপাদান কারক
সঠিক উত্তর: ঘ) অপাদান কারক
১১। কোন সাহিত্যিক ষোলো খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেছেন?
ক) সৈয়দ শামসুল হক খ) শামসুজ্জামান খান গ) হাসান হাফিজুর রহমান ঘ) কবীর চৌধুরী
সঠিক উত্তর: গ) হাসান হাফিজুর রহমান
১২। সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন কে?
ক) সৈয়দ শামসুল হক খ) আল মাহমুদ গ) আবু জাফর ওবায়দুল্লাহ ঘ) শহীদ কাদরী
সঠিক উত্তর: ক) সৈয়দ শামসুল হক
১৩। ‘কবিকঙ্কণ’– কোন কবির উপাধি?
ক) আলাওল খ) মুকুন্দরাম চক্রবর্তী গ) শাহ্ মুহম্মদ সগীর ঘ) আবদুল হাকিম
সঠিক উত্তর: খ) মুকুন্দরাম চক্রবর্তী
১৪। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কোনটি?
ক) বীরাঙ্গনা কাব্য খ) ব্রজাঙ্গনা কাব্য গ) পদ্মাবতী ঘ) তিলোত্তমাসম্ভব কাব্য
সঠিক উত্তর: ক) বীরাঙ্গনা কাব্য
১৫। ‘ধন রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই,
সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই!’–
কবিতাংশটি কোন কবির রচনা?
ক) কায়কোবাদ খ) কামিনী রায় গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ) অক্ষয় কুমার বড়াল
সঠিক উত্তর: ক) কায়কোবাদ
১৬। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক) নবযুগ খ) ধূমকেতু গ) লাঙল ঘ) সাপ্তাহিক বিজলী
সঠিক উত্তর: ঘ) সাপ্তাহিক বিজলী
১৭। জীবনানন্দ দাশকে কে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন?
ক) সুনীল গঙ্গোপাধ্যায় খ) বুদ্ধদেব বসু গ) বিষ্ণু দে ঘ) সুভাষ মুখোপাধ্যায়
সঠিক উত্তর: খ) বুদ্ধদেব বসু
১৮। নির্মলেন্দু গুণ রচিত ছোটগল্প কোনটি?
ক) আপন দলের মানুষ খ) কালো মেঘের ভেলা গ) বাবা যখন ছোট ছিলেন ঘ) চাষাভূষার কাব্য
সঠিক উত্তর: ক) আপন দলের মানুষ
১৯। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি মার্কিন কোন কবির কবিতার ভাবানুবাদ?
ক) রবার্ট ফ্রস্ট খ) হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো
গ) টি এস এলিয়ট ঘ) এজরা পাউন্ড
সঠিক উত্তর: ঘ) এজরা পাউন্ড
২০। মোতাহের হোসেন চৌধুরীর কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের মমনশীল প্রবন্ধধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন?
ক) সুখ খ) সভ্যতা গ) সংস্কৃতি কথা ঘ) মনুষ্যত্ব
সঠিক উত্তর: গ) সংস্কৃতি কথা
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা