আইনিউজ ডেস্ক
৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি: সাধারণ জ্ঞান

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘সাধারণ জ্ঞান’ নিয়ে থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১. যে দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না–
ক. সৌদি আরব খ. আইসল্যান্ড
গ. গ্রিনল্যান্ড ঘ. ভ্যাটিকান
সঠিক উত্তর: ক. সৌদি আরব
২. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?
ক. তুর্কিমেন খ. উইঘুর
গ. সাংহাই ঘ. কাজাখ
সঠিক উত্তর: খ. উইঘুর
৩. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?
ক. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
খ. শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেওয়া
গ. দক্ষ জনশক্তি তৈরি করা
ঘ. রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া
সঠিক উত্তর: ক. রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
৪. পিং-পংয়ের অর্থ হচ্ছে–
ক. ভলিবল
খ. টেবিল টেনিস
গ. বাস্কেট বল
ঘ. লন টেনিস
সঠিক উত্তর: খ. টেবিল টেনিস
৫. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
ক. সাভানা
খ. তুন্দ্র
গ. প্রেইরি
ঘ. সাহেল
সঠিক উত্তর: ঘ. সাহেল
৬. গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝায়?
ক. সূর্যলোকের অভাবে সালোকসংশ্লেষণের ঘাটতি
খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
সঠিক উত্তর: খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
৭. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
ক. ফিজি খ. পাপুয়া নিউগিনি
গ. গোয়াম ঘ. মালদ্বীপ
সঠিক উত্তর: ঘ. মালদ্বীপ
৮. বর্তমানে পরিবেশবান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
ক. টাইক্লোরো ট্রাইফ্লুরো ইথেন
খ. টেট্রাফ্লুরো ইথেন
গ. ডাইক্লোরো ডাইফ্লুরো ইথেন
ঘ. আর্গন
সঠিক উত্তর: খ. টেট্রাফ্লুরো ইথেন
৯. আন্তর্জাতিক ওজন দিবস কোন মাসের কত তারিখে পালিত হয়?
ক. ২২ জুলাই খ. ২৮ জুলাই
গ. ১৭ আগস্ট ঘ. ১৬ সেপ্টেম্বর
সঠিক উত্তর: ঘ. ১৬ সেপ্টেম্বর
১০. জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. নিউইয়র্ক খ. স্টকহোম
গ. বেইজিং ঘ. রিও ডি জেনিরো
সঠিক উত্তর: ঘ. রিও ডি জেনিরো
১১. নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
ক. রামসাগর খ. বগা লেক
গ. টাঙ্গুয়ার হাওর ঘ. কাপ্তাই হ্রদ
সঠিক উত্তর: গ. টাঙ্গুয়ার হাওর
১২. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৩৩ খ. ১৯৪৩
গ. ১৯৪৫ ঘ. ১৯৪৭
সঠিক উত্তর: গ. ১৯৪৫
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা