Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ২৭ অক্টোবর ২০২১

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমালো কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) । মঙ্গলবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা যায়, বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য বিভাগের জন্য ৯০০ টাকা কমিয়ে ৭৯০০ থেকে ৭০০০ করা হয়। কলা ও মানবিক অনুষদের জন্য ৬৫০ টাকা কমিয়ে ৫৯০০ থেকে ৫২৫০ টাকা করা হয় এবং শুধুমাত্র লোকপ্রশাসন ও অর্থনীতি বিভাগের ইন্টার্নশিপ শিক্ষার্থীদের জন্য ৮৫০ টাকা কমিয়ে ৭৩০০ থেকে ৬৪৫০ টাকা করা হয়।

এছাড়াও সর্বশেষ সিন্ডিকেটে সকল শিক্ষার্থীর জন্য পরিবহন ফি এবং আবাসন ফি মওকুফ করা হয়।

রেজিস্ট্রার বলেন, 'শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে স্নাতকোত্তরের ফি কমানো হয়েছে। এটা শুধুমাত্র এ অর্থবছরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।'

উল্লেখ্য, গত ১৪ জুন স্নাতকোত্তরের ভর্তি ফি এবং করোনাকালীন আবাসিক হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা মওকুফের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিভাগ গুলো কোনো চিঠি বা নোটিশ না পাওয়ায় তা বাস্তবায়িত হয় নি।

আইনিউজ/খালেদুল হক/এসডিপি 

Green Tea
সর্বশেষ