আইনিউজ ডেস্ক
৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি : সাধারণ জ্ঞান

৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘সাধারণ জ্ঞান’ থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১. ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
ক. সানফ্রান্সিসকো খ. নিউইয়র্ক
গ. প্যারিস ঘ. জেনেভা
সঠিক উত্তর: ক. সানফ্রান্সিসকো
২. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
ক. ৪৮টি খ. ৫০টি
গ. ৫১টি ঘ. ৬০টি
সঠিক উত্তর: গ. ৫১টি
৩. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
ক. হাঙ্গেরি খ. জার্মানি
গ. পোল্যান্ড ঘ. ব্রিটেন
সঠিক উত্তর: গ. পোল্যান্ড
৪. জাতিসংঘ দিবস পালিত হয়–
ক. ২৪ অক্টোবর খ. ২৪ আগস্ট
গ. ২৪ ডিসেম্বর ঘ. ২৪ নভেম্বর
সঠিক উত্তর: ক. ২৪ অক্টোবর
৫. জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হলো–
ক. ইংরেজি ও চাইনিজ
খ. ইংরেজি ও রুশ
গ. ইংরেজি ও স্প্যানিশ
ঘ. ইংরেজি ও ফরাসি
সঠিক উত্তর: ঘ. ইংরেজি ও ফরাসি
৬. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়–
ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
সঠিক উত্তর: ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
৭. জাতিসংঘবিষয়ক আলোচনায় পি৫ বলতে কী বোঝায়?
ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র
খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
গ. পাঁচটি জাতিসংঘ সংস্থা
ঘ. ওপরের কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র
৮. ইসিএ-এর সদর দপ্তর কোথায়?
ক. আদ্দিস আবাবা খ. নাইরোবি
গ. ডাকার ঘ. কায়রো
সঠিক উত্তর: ক. আদ্দিস আবাবা
৯. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
ক. সাধারণ পরিষদের
খ. নিরাপত্তা পরিষদের
গ. স্থায়ী সদস্যদের
ঘ. আমেরিকার প্রেসিডেন্টের
সঠিক উত্তর: খ. নিরাপত্তা পরিষদের
১০. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
ক. ট্রিগভেলি খ. কুটওয়াল্ডহেইম
গ. দ্যাগ হ্যামারশোল্ড ঘ. উ থান্ট
সঠিক উত্তর: গ. দ্যাগ হ্যামারশোল্ড
১১. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. হেগ খ. ব্রাসেলস
গ. জেনেভা ঘ. ভিয়েনা
সঠিক উত্তর: ক. হেগ
১২. কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
ক. আইএলও খ. হু
গ. আসিয়ান ঘ. ওপরের সব কটি
সঠিক উত্তর: গ. আসিয়ান
১৩. শেনজেন চুক্তি হচ্ছে–
ক. বাণিজ্য চুক্তি
খ. কর হ্রাস করা চুক্তি
গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
১৪. আরব লিগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
ক. সংযুক্ত আরব আমিরাত
খ. মিসর
গ. লেবানন
ঘ. ইয়েমেন
সঠিক উত্তর: ক. সংযুক্ত আরব আমিরাত
১৫. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী?
ক. জাপানকে সাহায্য করা
খ. ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
গ. ভিয়েতনামকে দমন করা
ঘ. দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
সঠিক উত্তর: খ. ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা