Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ৩ নভেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৫, ৩ নভেম্বর ২০২১

মাভাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর মো. রোস্তম আলী

মো. রোস্তম আলী

মো. রোস্তম আলী

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রোস্তম আলী। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় যে, গত শনিবার (২৩ অক্টোবর) হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রোস্তম আলীকে সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন এবং  গত সোমবার (২৫ অক্টোবর,২০২১) ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়োগপত্র পাবার দিনই তিনি চেয়ারম্যান হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগে যোগদান করেন। 

এ বিষয়ে জানতে চাইলে ড. মো. রোস্তম আলী বলেন,  ‘ব্যবসায় প্রশাসন বিভাগের কার্যক্রম ২০১০ সালে থেকে শুরু হয়। আমরা চাকরির বাজারে স্বতন্ত্র বিভাগ যেমন: হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স ইত্যাদি বিভাগগুলোর উপর চাহিদা বেশি দেখতে পারায় বিভাগটির নাম পরিবর্তন করতে চেয়েছিলাম। পাশাপাশি নতুন বিভাগ খোলার জন্য নানাভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করলাম বিশেষভাবে আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে। কারণ অধিকাংশ প্রতিষ্ঠানই তাদের নিয়োগের ক্ষেত্রে স্বতন্ত্র সাবজেক্টকে প্রাধান্য দিচ্ছে। সকলের সিদ্ধান্তে নতুন ডিপার্টমেন্ট তৈরি নয় বরং ব্যবসায় প্রশাসন বিভাগকে ভেঙে নতুন করে হিসাববিজ্ঞান এবং ম্যানেজমেন্ট নামে দুটি বিভাগ খোলা হয়েছে। বর্তমানে ব্যবসায় প্রশাসনে বিভাগে ভর্তি বন্ধ আছে। হিসাব বিজ্ঞান ও ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি করা হচ্ছে। এটি মূলত শিক্ষার্থীদের সুবিধার্থে করা হয়েছে। ফলে চাকরির বাজারে বিভাগ নির্দিষ্ট করে জনবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও অনেক সমস্যা হতো যা এখন লাঘব হবে। তবে আমাদের তিনটি ব্যাচ এখনো ব্যবসায় প্রশাসন বিভাগে থাকায়, আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।  বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ব্যবসায় প্রশাসন বিভাগকে কে সামনের দিকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করছি এবং সহকারী প্রক্টর হিসাবে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আমি সদা তৎপর থাকবো।’ 

উল্লেখ্য, ড. মো. রোস্তম আলীকে সহকারী প্রক্টর হিসেবে পরবর্তী এক বছরের জন্য নিযুক্ত করা হয়েছে এবং ব্যবসায় প্রশাসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আইনিউজ/ মুহাম্মদ রওশন জামিল/এসডিপি 

Green Tea
সর্বশেষ