আইনিউজ ডেস্ক
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গণিত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাসহ অন্যান্য চাকরি প্রার্থীদের জন্য তাই গণিত থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
১। তানিয়া ৬টি পেয়ারা ৫ টাকায় কিনে ৫টি পেয়ারা ৬ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
ক) ২০% খ) ২৪% গ) ৩৪% ঘ) ৪৪%
সঠিক উত্তর : ঘ) ৪৪%
২। ০.২×৫.০১×০.০০৪×৩ = কত?
ক) ০.০০০০২৪ খ) ০.০০০২৪ গ) ০.০০২৪ ঘ) ০.০২৪
সঠিক উত্তর : ক) ০.০০০০২৪
৩। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
ক) ৮/৯ খ) ৪/৭ গ) ১/৫ ঘ) ১/৪
সঠিক উত্তর : ক) ৮/৯
৪। কোন অনুপাতের উভয় পক্ষের সঙ্গে ১ যোগ করলে অনুপাতটি ৩: ৪ এবং উভয়পক্ষ থেকে ১ বিয়োগ করলে অনুপাতটি ২:৩ হবে?
ক) ২ : ৫ খ) ৪ : ৯ গ) ৬ : ৩ ঘ) ৫ : ৭
সঠিক উত্তর : ঘ) ৫ : ৭
৫। একটি জিনিস ৩০ টাকায় বিক্রয় করার ২০% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক) ১০ টাকা খ) ১৫ টাকা গ) ২০ টাকা ঘ) ২৫ টাকা
সঠিক উত্তর : ঘ) ২৫ টাকা
৬। দুটি সংখ্যার গুণফল ৭৬৮। সংখ্যা দুটির লসাগু ৪৮ হলে গসাগু কত?
ক) ৮ খ) ১২ গ) ১৬ ঘ) ২০
সঠিক উত্তর : গ) ১৬
৭। চিনির মূল্য ২০% কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারবে?
ক) ১৫% খ) ২০% গ) ২৫% ঘ) ৩০%
সঠিক উত্তর : গ) ২৫%
৮। -২০ এবং -৩০ সংখ্যা দুটির গড় ব্যবধান কত?
ক) -১০ খ) -১৫ গ) -২০ ঘ) -২৫
সঠিক উত্তর : ঘ) -২৫
৯। তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
সঠিক উত্তর : ক) ২
১০। ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
ক) ৩ খ) ৪ গ) ৬ ঘ) ৮
সঠিক উত্তর : ঘ) ৮
১১। কত টাকার ২৫% মান ১২০ টাকা?
ক) ২২০ খ) ৪৪০ গ) ৪৮০ ঘ) ৫০০
সঠিক উত্তর : ঘ) ৫০০
১২। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। বর্তমানে তাদের বয়স কত?
ক) ৩২, ৮ খ) ৩৫, ১০ গ) ৩৫, ১২ ঘ) ৪০, ১৫
সঠিক উত্তর : খ) ৩৫, ১০
১৩। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক) ২৫% খ) ৩০% গ) ৩৫% ঘ) ৪০%
সঠিক উত্তর : খ) ৩০%
১৪। নিচের কোনটি মূলদ সংখ্যা?
ক) √১৪ খ) √১৫ গ) √১৬ ঘ) √১৭
সঠিক উত্তর : গ) √১৬
১৫। কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট?
ক) ২/৩ খ) ৬/১৩ গ) ৭/৯ ঘ) ৫/৮
সঠিক উত্তর : খ) ৬/১৩
১৬। ৫ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
ক) ৬২০ খ) ৫৪০ গ) ৪৯০ ঘ) ৩৯০
সঠিক উত্তর : ক) ৬২০
১৭। ১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক) ৪০ খ) ৪৫ গ) ৪৬ ঘ) ৫০
সঠিক উত্তর : গ) ৪৬
১৮। একটি পঞ্চভুজের সমষ্টি কত?
ক) ২ সমকোণ খ) ৪ সমকোণ গ) ৫ সমকোণ ঘ) ৬ সমকোণ
সঠিক উত্তর : ঘ) ৬ সমকোণ
১৯ x2-8x+16+y2-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে?
ক) -2xy খ) 8xy গ) 6xy ঘ) 2xy
সঠিক উত্তর : ঘ) 2xy
২০। x+1/x = 4 হলে x3+1/x3-এর মান কত?
ক) ৫২ খ) ৪২ গ) ৩৬ ঘ) ০
সঠিক উত্তর : ক) ৫২
আইনিউজ/এসডিপি
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে শাবিপ্রবিতে পরীক্ষা
- শাবিতে নতুন প্রক্টর
- প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শাবি
- অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার
- এবার শাবি প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন মিসবাহ উদ্দিন সিরাজ
- ২৮ এপ্রিল থেকে শাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু
- ২২১৬ জনকে ১৫ জিবি ডাটা দিল শাবি প্রশাসন
- ‘আমি সত্যি এ দুনিয়ার যোগ্য না’ লিখে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা