খালেদুল হক, কুবি প্রতিনিধি
কুবির ছাত্রী হলে বেপরোয়া ছাত্রলীগ, চলে ডিজে পার্টি-মারধর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রীদের একমাত্র হলে শাখা ছাত্রলীগের নেত্রীদের বেপরোয়া আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা চলাকালীনও রাতের বেলা উচ্চ শব্দে গান বাজিয়ে পার্টি করার ঘটনা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমনকি চূড়ান্ত পরীক্ষা থাকা সত্ত্বেও এসব পার্টিতে জুনিয়রদের যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের নেত্রীদের বিরুদ্ধে। পরে জোরপূর্বক তাদের পক্ষে জুনিয়রদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পোস্ট করানোর অভিযোগও রয়েছে।
জানা যায়, শুক্রবার (১২ নভেম্বর) ছাত্রলীগ কর্মী সিসিলি জামানের জন্মদিন ছিল। ওইদিন রাত নয়টার দিকে হলের টিভি কক্ষে ছাত্রলীগ নেত্রী অর্পণা নাথ, জিনাত ইভার নেতৃত্বে ছাত্রলীগের অন্য কর্মীরা পার্টি করছিল। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা থাকায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। বিষয়টি তাদের জানানোর পরও পার্টি ও গান বন্ধ না করে আরও উচ্চ শব্দে গান বাজিয়েছেন বলে জানান ওই হলের ছাত্রীরা।
এক পর্যায়ে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের আবাসিক শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস সেখানে গিয়ে উচ্চশব্দে গান না বাজানোর অনুরোধ করলে তার সাথে দুর্ব্যবহার করেন ছাত্রলীগ নেত্রী অর্পণা নাথ। প্রত্নতত্ত্ব বিভাগের ওই শিক্ষার্থী জানান, তিনি অনুরোধ করায় তাতে কর্ণপাত না করে উল্টো গানের শব্দ আরও বাড়িয়ে দেওয়া হয়। পরে বিষয়টি হল প্রাধ্যক্ষকে জানালে কিছুক্ষণ পর গান বন্ধ করা হয়।
তবে, উচ্চস্বরে গান বাজানোর বিষয়টি অস্বীকার করেন অপর্ণা নাথ। তিনি বলেন, ‘গতকাল দুইজন মেয়ের জন্মদিন থাকায় হলের জুনিয়ররা আমাকে এসে নিয়ে যায়। জন্মদিন পালন করার সময় সেখানে ১৫ মিনিটের মতো গান বাজানো হয়েছে। তবে একজন এসে অভিযোগ করে কিন্তু তার কথার এপ্রোচ ভালো ছিল না বলে তাকে বের হয়ে যেতে বলেছি।’
জুনিয়রদের দিয়ে জোর করে পোস্ট করানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাউকে দিয়ে পোস্ট করাইনি। দুইটা পোস্ট আসছিল এবং তা সরিয়ে ফেলা হয়েছে।’
হল ছাত্রলীগের নেত্রীদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। পরিচয় গোপন রাখার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় নেত্রীরা হলে যাচ্ছেতাই করছে। তারা বিভিন্ন সময় উচ্চস্বরে গান বাজিয়ে পার্টি করে, যার কারণে হলে পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। হলের ডাইনিং এর খাবার, ছাত্রলীগ নেত্রীদের কোনো অনিয়ম নিয়ে কথা বললেও শিক্ষার্থীদের ওপর নির্যাতন করা হয় এবং হল ছাড়া করার হুমকিও দেওয়া হয়।
পরীক্ষার সময় উচ্চস্বরে গান বাজানো ঠিক হয়নি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ করার পর আমি ও প্রভোস্ট স্যার নির্দেশ দিলে তারা গান বাজানো বন্ধ করে। ভবিষ্যতে আবার যদি এরকম করে তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ মো. সাদেকুজ্জামান বলেন, ‘উচ্চস্বরে গান বাজানো নিয়ে আগে কখনো এরকম অভিযোগ আসেনি। অভিযোগের বিষয়ে আমরা দুইপক্ষের সাথে কথা বলব।’ তবে, কেউ জন্মদিন উদযাপন করলে বাঁধা দেওয়া যায় না। কিন্তু একটা নিয়মের মধ্য থেকেই করতে হয় বলেও জানান হল প্রাধ্যক্ষ।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য আমরা হল প্রশাসনের সাথে কথা বলবো।’
দলীয় ও সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া, নিজেদের ইচ্ছায় হলের ডাইনিং বন্ধ করে দেওয়া, উচ্চে শব্দে গান বাজিয়ে শিক্ষার্থীদের মারধর করা, রাতে নির্ধারিত সময়ের পর হলে প্রবেশ ও বের হওয়াসহ অসংখ্য অভিযোগ উঠেছে হল ছাত্রলীগ নেত্রীদের বিরুদ্ধে। শাখা ছাত্রলীগের প্রশ্রয়ে এবং হল প্রশাসনের নির্লিপ্ততায় তারা এসব করছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা