Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২৬ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:০৮, ২৬ নভেম্বর ২০২১

ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম হওয়া সেই সিয়াম বুয়েটেও প্রথম

মেফতাউল আলম সিয়াম

মেফতাউল আলম সিয়াম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মেফতাউল আলম সিয়াম। সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের ভর্তি পরীক্ষায় আগেই প্রথম হয়েছিলেন। এছাড়া দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় তৃতীয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি পরীক্ষায় প্রথম আর মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৫৯তম হয়েছিলেন তিনি।

শুক্রবার (২৬ নভেম্বর) বুয়েটের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ugadmission.buet.ac.bd এই ফল প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমের খবর বলছে, পঞ্চম শ্রেণিতে মেফতাউলের রোল নম্বর ছিল ২৫২। তবে হাইস্কুলে ভর্তি হয়েই পড়াশোনায় মনোযোগ দেন তিনি। ষষ্ঠ শ্রেণিতে তার রোল নম্বর ছিল ২০। এরপর অষ্টম শ্রেণি থেকে প্রথম হতে শুরু করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটিতেই জিপিএ ৫ পেয়েছেন মেফতাউল। পঞ্চমের সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পান তিনি। অষ্টম শ্রেণিতে জিপিএ ৫ ও জেনারেল বৃত্তি এবং এসএসসিতে জিপিএ ৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পান।

বগুড়ার অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে মেফতাউল আলম সিয়াম সবার বড়। তার মা মা মুনজিলা আলম গৃহিণী। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ছিলেন  মেফতাউল আলম সিয়াম।

উল্লেখ্য, এ বছর বুয়েট ভর্তি পরীক্ষায় প্রিলিমিনারিতে অংশ নেন ২৪ হাজার শিক্ষার্থী। সেখান থেকে বাছাইকৃত ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আর্কিটেকচার বিভাগসহ ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী সুযোগ পাবেন বুয়েটে পড়ার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ